আগামীকাল হাটহাজারী জামিয়ার শুরা বৈঠক; কে হচ্ছেন মুহতামিম?

আলোচনায় মাওলানা আহমদ দিদার কাসেমী ও মাওলানা শেখ আহমদ

আল জামিয়াতুল আহলিয়া দারুল ঊলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর মজলিসে শুরার বৈঠক ডাকা হয়েছে। আগামী ৮ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ টায় হাটহাজারীতে এ বৈঠক শুরু হবে। শুরার এই বৈঠকেই ঠিক হবে কে হচ্ছেন জামিয়ার মুহতামিম। একইসঙ্গে প্রতিষ্ঠানের শায়খুল হাদিস ও শিক্ষা পরিচালক পদেও নতুন নিযুক্তি দেবে মজলিসে শুরা। বৈঠকে নতুন শুরা সদস্যও যুক্ত করা হতে পারে। নতুন মহাপরিচালক হিসেবে সিনিয়র শিক্ষক মাওলানা আহমদ দিদার কাসেমীর নামও জোরেশোরে আলোচনায় আছে।

২০২০ সালের ১৮ সেপ্টেম্বর আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুর পরেরদিন (১৯ সেপ্টেম্বর) মজলিসে শুরার বৈঠকে হাটহাজারী জামিয়া পরিচালনা করতে তিন জনের একটি কমিটি করে দেওয়া হয়। ওই কমিটিতে ছিলেন, মাওলানা শেখ আহমদ, মুফতি আব্দুস ছালাম ও মাওলানা ইয়াহইয়া।

শুরা কমিটির সদস্য, নাজিরহাট বড় মাদ্রাসার মুহতামিম মাওলানা হাবিবুর রহমান কাসেমী বলেন, আগামী বুধবার শুরা কমিটির বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে কে হবেন মহাপরিচালক। গোপন ব্যালট বা আলোচনার মাধ্যমেই প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে।

হাটহাজারী জামিয়ার পরিচালক-শুরার প্যানেল সদস্য ও কমিটির সদস্য মাওলানা ইয়াহেইয়া বলেন, মজলিসে শুরার বৈঠকেই মহাপরিচালক ঠিক করা হবে। আল্লামা শফীর মৃত্যুর পর এতদিন তিন জনের (মজলিসে এদায়ি) পরিচালক কমিটি জামিয়ার পরিচালনা করেছেন। শুরার মিটিংয়ে নতুন একজনকে দায়িত্ব দেওয়া হবে। দেশে ও দেশের বাইরেও হাটহাজারী মাদ্রাসার মজলিসে শুরার সদস্য রয়েছেন। এরমধ্যে বেশ কয়েকজন গত এক-দেড় বছরে মারা গেছেন। বুধবারের বৈঠকে অন্তত ১৫-১৬ জন উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

গত ১৯ আগস্ট মাওলানা জুনায়েদ বাবুনগরীর মৃত্যুর মধ্য দিয়ে হাটহাজারী জামিয়ার শায়খুল হাদিস ও শিক্ষা পরিচালকের পদটি খালি হয়। বুধবারের শুরার বৈঠকে এ দুটি পদেও নতুন নিযুক্তি আসবে বলে জানিয়েছেন একাধিক শিক্ষক। এ ক্ষেত্রে মাওলানা আহমদ দিদার, মুফতি আবদুস ছালাম, মাওলানা ইয়াহইয়ার নাম উল্লেখযোগ্য। তবে বাবুনগরীর মতো একজনের হাতে দায়িত্ব না দিয়ে ভিন্ন-ভিন্ন ব্যক্তিকে পদ দেওয়া হতে পারে। পরিচালক প্যানেলের সদস্য মাওলানা শেখ আহমদ বলেন, মাওলানা বাবুনগরীর মৃত্যুর কারণে শূন্য পদগুলো পূরণের জন্য বুধবার শুরার বৈঠক ডাকা হয়েছে। দায়িত্বে কে আসবেন, এটা বলতে পারবো না, এটা শুরা ঠিক করবে।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!