আজ জামিয়া মাদানিয়া বারিধারায় ভর্তি শুরু
রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারায় নতুন বছরের ভর্তি শুরু হবে আগামী ২২ মে শনিবার। চলবে ২৬ মে মঙ্গলবার পর্যন্ত। এবছর মোট চারদিন নতুন ও পুরাতন সকল ছাত্রের ভর্তি নেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করে জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার শায়খুল হাদিস ও নাজিমে তালিমাত মুফতি মকবুল হোসাইন কাসেমী জানান, সরকারী স্বাস্থ্যবিধি মেনে এবছর ভর্তি কার্যক্রম চলবে। প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ১টা ও বিকাল ২ টা ৩০ মিনিট থেকে আসরের নামাজ পর্যন্ত ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।
ভর্তির তারিখ ওই শাওয়াল ১৪৪২ হিজরী মােতাবেক ১৯ মে ২০২১ ইং রােজ বুধবার থেকে ১০ শাওয়াল মোতাবেক ২৩ মে রবিবার পর্যন্ত। ২, প্রত্যেক জামাতে ভর্তির আসন সীমিত। ৩. ভর্তির সময় সকাল ৯ ঘটিকা হতে দুপুর ১টা এবং বিকাল ২.৩০ মিঃ হতে আসর পর্যন্ত।
ভর্তি ফি : কিতাব বিভাগে ২০০০/-। মক্তব ও হিফজখানায় ২৫০০/-। কুতুবখানা: ২০০/-। পাঠাগার ১০০/-। ফরম ২০০/- সর্বমােট | কিতাব বিভাগে ২৫০০/- টাকা, হিফজ ও মক্তব বিভাগে ৩০০০/- টাকা।
ইমদার্দীখানা জারী এককালীন ১৬০০/- (ইমদাদী খানা ৩ বেলা)। খরিদীখানা (ক) স্পেশাল ৩ বেলা: ২২০০/- (থ) খরিদী খানা ২ বেলা ১৬০০/-, সকালের নাস্তা ৬০০/-। শুধুমাত্র মক্তব ও হিফজ বিভাগ খরিদী খান ৩ বেলা ২০০০/-। ১ম মাসের (জুন) ইউটিলিটি বিল হিজ ও মক্তব বিভাগ ১০০০/-, কিতাব বিভাগ ৫০০/- ভর্তির টাকার সাথেই প্রদান করতে হবে।
ভর্তির যোগ্য নম্বর : তাকমীল ও ফযীলত-২য় : ৫৫%। ফযীলত-১ম থেকে ছানাবিয়্যাহ উলইয়া : ৬০%। মুতাওয়াসসিতাহ-৪র্থ ও ৩য় : ৬৫%। মুতাওয়াসসিতাহ ২য় : ৭০%,। মুতাওয়াসসিতাহ- ১ম ও ইবতেদায়ী বিশেষ : ৭৫%। তাখাছছুছাত : ইফতা বিভাগ- বেফাক পরীক্ষায় তাকমীলে ৮০%: তাকমীলে আদর – বেফাক পরীক্ষায় তাকমীলে ৭০%। উলুমে হাদীসে- বেফাক পরীক্ষায় তাকমীলে ৫০%। উলুমে আলিয়া থেকে আদবে যেতে হলে তাকর্মীলে ৬৫% এবং উলুমে আলিয়ায় সালানা পরীক্ষায় ৭০% থাকতে হবে। আদব থেকে ইফতায় যেতে হলে তাকালে নমপক্ষে ৭৫% এবং সালানা পরীক্ষায় ৮০০ থাকতে হবে। উলুমে আলিয়া থেকে সরাসরি ইফতায় যাওয়ার কোনাে সুযােগ নাই। তাকমালে ভর্তির জন্য ফযীলতের বাের্ড পরীক্ষার ফলাফলের কাগজ অবশ্যই জমা দিতে হবে।
নতুন/পুরাতন ছাত্রদের জন্য ইমদাদী খনার যােগ্য নাম্বার : তাকমীল, ফযীলত-২ ৬০%। ফযীলত -১ থেকে ছানাবিয়্যাহ উলইয়া-৬৫। মুতাওয়াসসিতাহ-৪ ও ৩ – ৭০%। মুতাওয়াসসিতাহ-২ ৭৫% মুতাওয়াসসিতাহ-১ ও ইবতেদায়ী বিশেষ- ৮০%।
ভর্তি, খানা ও কিতাবের ফরম বিতরণ করবেন : ক. মাওলানা মাহফুজুর রহমান (পরাতন ছাত্রদের) ও খ. হাফিজ মাওলানা কোফায়েত উল্লাহ ও হাফেজ আবুল বাশার (নতুন ছাত্রদের)।
ভর্তি ও খোরাকীর টাকা জমা রাখা হবে ৩টি কাউন্টারে : ১. মাওলানা মাষ্টার সেলিম রেজা ও কারী শফীকুল ইসলাম। ২.মাওলানা জয়নাল আবেদীন ও হাফেজ মাওলানা শিব্বীর আহমদ। ৩. কারী মহিউদ্দিন ও মাষ্টার সেকান্দার আলী। (প্রধান জিম্মাদার- মাওলানা আবু হানিফ)।
ভর্তি ফরমের সাথে জন্মনিবন্ধন সনদ ও ভোটার আইডি কার্ড (যদি থাকে) এর ফটোকপি জমা দিতে হবে।জামিয়ার ছাত্র থাকাকালিন মােবাইল ফোন রাখা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং কোনাে ছাত্রের বিট মোবাইল পাওয়া গেলে ভর্তির অযোগ্য বিবেচিত হবে।
কাফিয়া হতে ইফতা পর্যন্ত জামাতে ছাত্রদের কিতাব জামিয়ার পুতুব খানা হতে আগামী ৯ ও ১০ শাওয়াল মোতাকে ২২ ও ২৩ মে শনিবার সকাল ৯ ঘটিকা হতে বিতরণ করা হবে। জামিয়ার পক্ষ হতে খানা ও কিতাব পাওয়ার জন্য নির্ধারিত ফরম পুরণ করতঃ মুহতামিমে জামিয়া হতে মুঞ্জুরী নিতে হবে। (ফরম মূল্য ৫০/-)। নতুন/পুতিন সল ছাত্রদের রমে ছবি সংযুক্ত করে সত্যায়ন নিতে হবে।
ইউটিলিটি বিল বাবত কিতাব বিভাগে প্রত্যেক ছাত্রকে মাসিক ৫০০/- (পাঁচশত টাকা), মক্তব ও হিফতা বিভাগে মাসিক ১০০০/- (এক হাজার টাকা) পরিশােধ করতে হবে।
দরসের ইফতেতাহ : আগামী ১১ শাওয়াল মােতাবেক ২৪ মে, ২০২১ইং রোজ সােমবার সকাল ১০ঘটিকায়।