আজ জামিয়া রাহমানিয়া আরাবিয়ায় ভর্তি শুরু হয়েছে
জামিয়া রাহমানিয়া আরাবিয়া, সাত মসজিদ রোড, মোহাম্মদপুরের পুরাতন ছাত্রদের ভর্তি কার্যক্রম চলবে ৬ ও ৭ শাওয়াল, বুধ ও বৃহস্পতিবার পর্যস্ত। এর মাঝেই পুরাতন ছাত্রদের ভর্তি সম্পন্ন করতে হবে। আর নতুন ছাত্রদের ভর্তি ফরম ৭ শাওয়াল বৃহস্পতিবার থেকে সংগ্রহ করা যাবে। দাখেলা (ভর্তি) পরীক্ষা ও ভর্তি কার্যক্রম কোটা পূরণ সাপেক্ষে ৮ ও ৯ শাওয়াল অনুষ্ঠিত হবে।
এবার জামিয়ায় দাখেলা (ভর্তি) পরীক্ষা ইফতা ছাড়া সব জামাতেই মৌখিক অনুষ্ঠিত হবে। কোনো জামাতেই ভর্তি পরীক্ষা লিখিত নেওয়া হবে না। আর ইফতা বিভাগের দাখেলা পরীক্ষা লিখিত ও মৌখিক উভয়টিই নেওয়া হবে। ইফতা বিভাগের ভর্তি কার্যক্রম ৬ শাওয়াল বুধবার শুরু হয়ে ৭ শাওয়াল বৃহস্পতিবার শেষ হবে। বিস্তারিত জানতে : 01915816956