আজ ময়মনসিংহের চরখরিচা জামিয়ার ভর্তি শুরু

ময়মনসিংহের জামিয়া মাহমুদিয়া আরাবিয়া চরখরিচার ১৪৪২-৪৩ হিজরি, ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি আগামী ৬ শাওয়াল (১৯ মে) বুধবার থেকে শুরু হয়েছে। মাদরাসার মুহতামিম মাওলানা মাসরুর হাসান জানান, এ মাদরাসায় নিরিবিলি ও মনোরম পরিবেশে ছাত্রদের আমল, আখলাক, তালীম ও তরবিয়াতের পাশাপাশি দীনের আদর্শ ও যোগ্য রাহবার হিসেবে গড়ে তোলা হয়। এখানের ছাত্রদের জন্য রয়েছে মানসম্মত খাবারের ব্যবস্থা। যোগ্য ও অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে ছাত্রদের পাঠদান করানো হয়।

মাদরাসায় ভর্তি সংক্রান্ত জরুরী নির্দেশনা : পুরাতন ছাত্র যারা এখনো ভর্তি হয়নি তারা নিজ নিজ জামাতের নেগরানের সাথে যোগাযোগ করে ভর্তির কাজ সমাপ্ত করবে। নতুন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা সরাসরি ভর্তি পরিক্ষা দিয়ে ভর্তির কাজ সমাপ্ত করবে। নতুন ভর্তিচ্ছু শিক্ষার্থী যারা এ বছর বেফাক পরিক্ষা দিয়েছে। তারা বেফাকের মার্কশীট দেখিয়ে অনলাইনে ভর্তি হতে পারবে।

ভর্তি ফি : কিতাব ও হেফজ বিভাগ ২০০০ টাকা। নাজেরা ও নূরানী বিভাগ ১৫০০ টাকা। ফরম মূল্য সকল বিভাগ ১০০ টাকা। আগামী বুধবার ৬ ও ৭ শাওয়াল ২দিন ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড় থাকবে।

বিশেষ নির্দেশনা : ভর্তি কাজ সমাপ্ত করে সাথে সাথে মাদরাসা ত্যাগ করতে হবে। কোন ছাত্র মাদরাসায় অবস্থানের অনুমতি নেই। ভর্তি সংক্রান্ত ও যে কোনো প্রকার যোগাযোগ : 01911656541/01684696841

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!