আজ শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের ভর্তি শুরু
রাজধানীর কুড়িল এলাকায় অবস্থিত দীনি শিক্ষা প্রতিষ্ঠান শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা’র নতুন বর্ষের ভর্তি কার্যক্রম আজ বুধবার ৬ শাওয়াল (১৯ মে) থেকে শুরু হবে। চলবে ২২ মে পর্যন্ত। করোনা পরিস্থিতির কারণে গণ-জমায়েত না করে পৃথক পৃথক পরীক্ষা গ্রহণ করা হবে। এক্ষেত্রে অন্যবারের তুলনায় পরীক্ষায় যথেষ্ট শিথিলতা প্রদর্শন করা হবে। ভর্তিচ্ছু তালিবে ইলমকে যথা সময়ে উপস্থিত হয়ে ভর্তি সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
ভর্তি হতে যা যা লাগবে : মিশকাতের জন্য শরহে বেকায়া জামাতের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল। দাওরায়ে হাদিসের জন্য মিশকাতের ফলাফল। তাখাসসুসাতের জন্য হাইআতুল উলয়ার ফলাফল অথবা মিশকাত ও দাওরার দ্বিতীয় সাময়িক পরীক্ষার নম্বরপত্র। জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের ফটোকপি। পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি।
ভর্তি ফি ও আনুষাঙ্গিক খরচ : ফরম ফি ২০০ (দুইশত) টাকা। ভর্তি ফি : ২০০০(দুই হাজার) টাকা।খাবার খরচ : ২৫০০ মাসিক। ইমদাদী : সাধ্যানুযায়ী। (খাবার তিন বেলা, দু’বেলা ভাত, একবেলা রুটি)
বিভাগসমূহ ও কোটা : উচ্চতর ইসলামী আইন গবেষণা (ইফতা) বিভাগ (দুই বছর) ৪০জন। উচ্চতর হাদিস গবেষণা বিভাগ (দুই বছর) ২০ জন। উচ্চতর কুরআন গবেষণা (তাফসির) বিভাগ (এক বছর) ৩০ জন।আরবি সাহিত্য (আদব) বিভাগ (এক বছর) ৪০ জন। দাওরায়ে হাদিস ৬৫ জন। মিশকাত ৫০ জন।
যারা ভর্তি হতে আগ্রহী তারা নিন্মোক্ত লিংকের মাধ্যমে সকল তথ্য পূরণপূর্বক আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন এখন থেকেই করা যাবে। https://shaikhzakaria.com/online-admission/
বি.দ্র. প্রত্যেকে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থবিধি মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে ফরম সংগ্রহসহ যাবতীয় কাজ আঞ্জাম দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেলো। যোগাযোগ: ০১৮১৯-২৫১০৭০, ০১৭১৫-৪০৫৯৫৩, ০১৬২৩-২২২২৪১