আঞ্জুমান বোর্ডের পরীক্ষার ফল প্রকাশ
পাসের হার ৯১.৩৭℅
আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশ-এর ২০২১ শিক্ষাবর্ষের (১৪৪২ হিজরী) দেশব্যাপী অনুষ্ঠিত রাবে, খামিস ও সনদ (সমাপনী বর্ষ)-এর কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল আজ ৩ জুলাই ২০২১ সকল ১১টায় প্রকাশ করা হয়। এ বছর পাসের হার ৯১.৩৭℅।
মহামারি করোনাভাইরাসের কারণে বিগত রমজানেও আঞ্জুমানের দেশব্যাপী ক্বিরাআত প্রশিক্ষণের আনুষ্ঠানিক কার্যক্রম বন্ধ ছিলো। তবে দেশের বিভিন্ন স্থানে অনানুষ্ঠানিক ও বিচ্ছিন্নভাবে কিছু কেন্দ্র চালু ছিলো। বিশেষত সিলেট অঞ্চলে পারিবারিক পরিমণ্ডলে এবং স্থানীয় দায়িত্বশীল, প্রশাসন ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতায় প্রায় দুই শতাধিক কেন্দ্রে সামাজিক দূরত্ব বজায় রেখে কুরআন প্রশিক্ষণের কার্যক্রম পরিচালিত হয়। ২৮ রমজান একযোগে গ্রহণ করা হয় কেন্দ্রীয় পরীক্ষা। শিক্ষার্থীদের কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ ছিলো ঐচ্ছিক। যারা কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের ফলাফল আজ প্রকাশ করা হলো।
করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি এবং দেশব্যাপী কঠিন ও সর্বাত্মক লকডাউনের কারণে আজকের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ অনুষ্ঠান করা হয়নি। টেকনিক্যাল প্রবলেমের কারণে ভার্চ্যুয়াল আনুষ্ঠানিকতাও করা সম্ভব হয়নি। এ ব্যাপারে দুঃখ প্রকাশ করেছে আঞ্জুমান কর্তৃপক্ষ।
ফল প্রকাশ উপলক্ষে পরীক্ষা কমিটির সদস্য মাওলানা ক্বারী ইবাদ বিন সিদ্দিক ও মাওলানা ক্বারী ফয়জুল্লাহ মায়মুন আঞ্জুমান সাধারণ সম্পাদক ও পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ক্বারী ইমদাদুল হক নোমানীর নিকট কেন্দ্রীয় পরীক্ষার বিস্তারিত ফলাফল হস্তান্তর করেন। নিরীক্ষাকৃত ফলাফল আঞ্জুমানের ওয়েবসাইট এবং ফেইসবুক পেইজে আপলোড দেওয়ার মাধ্যমে ফলাফল প্রকাশের আনুষ্ঠানিকতা সমাপ্তি করা হয়।
বিগত রমজানে কেন্দ্রীয়ভাবে সনদ জামাতের অনলাইন ক্লাস চালু ছিলো। ঘোষণামতে বিগত ৩ জুন থেকে সপ্তাহব্যাপী সিলেট আঞ্জুমান কমপ্লেক্সে সরাসরি ক্লাস ও মারকাযি পরীক্ষা গ্রহণের মাধ্যমে বর্তমান শিক্ষাবর্ষের সমাপণ হয়।
জানামতে বিগত রমজান মাসে সারাদেশে দুইশতাধিক ক্বিরাআত প্রশিক্ষণ কেন্দ্রে প্রায় ২৩ হাজার (যেখানে অন্যান্য বছর দুই হাজার কেন্দ্রে তিন লক্ষাধিক) ছাত্র-ছাত্রী ইলমুল কিরাআত শিক্ষা গ্রহণ করে। তন্মধ্যে তিনটি ক্লাসে মোট ৩৮০ জন ছাত্র-ছাত্রী কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করে। পাশের হার ৯১.৩৭℅। সনদ জামাআতে ১৮৯ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয় ১৬৮ জন। খামিস জামাতে ৯৫ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয় ৮৬ জন। রাবে জামাতে ৯৬ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয় ৯৩ জন। (করোনাপূর্ব বছরে তিন জামাতে কেন্দ্রীয় পরীক্ষার্থী ছিলো, প্রায় ১৬ হাজার)
বিস্তারিত ফলাফল জানতে ভিজিট করুন আঞ্জুমানের ওয়েবসাইট www.anjumanbd.org এবং অফিসিয়াল ফেসবুক পেইজে https://web.facebook.com/anjumanbd/। এছাড়া পরবর্তীতে সনদ, রাবে ও খামিস জামাতের বিস্তারিত ফলাফল নিয়ে গেজেট প্রকাশিত হবে ইনশাআল্লাহ।
ফলাফল সংক্রান্ত কোন অভিযোগ বা সংশোধনী থাকলে বা পুনঃনিরীক্ষণ (সানী নযর) করতে হলে পরীক্ষা সমপরিমাণ ফি দাখিল করতঃ সরাসরি কেন্দ্রীয় পরীক্ষা নিয়ন্ত্রক বরাবরে আগামী ২০ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে। শাখা কেন্দ্রসমূহ সনদ, খামিছ ও রাবের ফলাফল/মার্কসীট আঞ্জুমানের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট করার জন্য অনুরোধ করা যাচ্ছে। কারণ বর্তমান পরিস্থিতিতে কোন মারকায বা ডাকযোগে ফলাফল পাঠানো কষ্টসাধ্য। তবে কেন্দ্রীয় দফতর হতে যেকোনো সময় হার্ডকপি সংগ্রহ করা যাবে।
বিস্তারিত ফলাফল দেখুন এই লিংকে : http://anjumanbd.org/anjumanresult1442-2021/