আযাদ দ্বীনী এদারায়ে তা’লীমের ফল প্রকাশ, পাসের হার ৮৬.০৩

আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশের ১৪৪২ হিজরীর কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এতে পাসের হার ৮৬ দশমিক ০৩ শতাংশ। আজ (৯ মে) বেলা ১২টায় সিলেটের সোবহানীঘাটস্থ এদারা ভবনের নিজস্ব কার্যালয়ে পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি মুহিব্বুল হক গাছবাড়ী সদরে এদারা মাওলানা জিয়া উদ্দীনের কাছে ফলাফল হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশের সহসভাপতি মাওলানা মুহিউল ইসলাম বুরহান, মহাসচবি মাওলানা আবদুল বছীর প্রমুখ।
এ সময় বোর্ড সভাপতি মাওলানা জিয়াউদ্দীন বলেন, বোর্ডের ফলাফল যথাসময়ে প্রকাশ করা হয়েছে। করোনার এ মহামাররি সময়ে বোর্ডের দায়িত্বশীলগণ নির্ধারিত তারিখে ফলাফল প্রকাশ করতে পেরেছেন এ জন্য আমি তাদের শুকরিয়া জ্ঞাপন করছি। পাশাপাশি যারা পরীক্ষা দিয়েছে এ কঠিন পরিস্থিতে এ সুন্দন ফলাফল অর্জন করেছে তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
মেধা তালিকা (বালক)

স্তরভিত্তিক ফলাফল



