আরো ৩ দিনের রিমান্ডে মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী
মোদিবিরোধী আন্দোলনের সময় তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় দায়ের করা আরেক মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর আবারও তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ (২৯ এপ্রিল) বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
এদিন পল্টন থানার একটি মামলায় পাঁচদিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এসময় পল্টন থানার করা আরেক মামলায় তাকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শুক্রবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। ওই দিন পল্টন থানা এলাকায় নাশকতার অভিযোগে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। তার আগে বৃহস্পতিবার ভোরে গ্রামের বাড়ি মানিকগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। চলতি বছরের মার্চে মোদিবিরোধী আন্দোলনের সময় হেফাজতের তাণ্ডবের ঘটনায় রাজধানীর পল্টন থানায় তার বিরুদ্ধে নাশকতার মামলা হয়। এই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।