আল্লামা আরশাদ মাদানীর কাছে বায়াত হলেন মাওলানা আনাস মাদানী
উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের পুরোধা ব্যক্তিত্ব আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির সাহেবজাদা ও ইমারাতে শারইয়্যাহ হিন্দের পঞ্চম আমিরুল হিন্দ, দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন আল্লামা সাইয়্যেদ আরশাদ মাদানীর কাছে বায়াত গ্রহণ করেছেন আঞ্জুমানে দাওয়াতে ইসলাহ বাংলাদেশের আমির ও সাহেবজাদায়ে আল্লামা শফী মাওলানা আনাস মাদানী।
গত ১৩ অক্টোবর মাওলানা আনাস মাদানী ৮ দিনের ভারত সফরে যান। সেখানেই তিনি আল্লামা আরশাদ মাদানীর হাতে বায়াত গ্রহণ করেন। এ তথ্য জানিয়েছেন মাওলানা আনাস মাদানী নিজেই। মাওলানা আনাস মাদানীর ৮ দিনের এই সফরে সঙ্গী হিসেবে ছিলেন তার বেয়াই শশুর মাওলানা হাসান।
৮ দিনের সফর শেষে আজ (২১অক্টোবর) বৃহস্পতিবার বাদ মাগরিব ঢাকায় অবতরণ করেছেন তিনি। এর আগে দিল্লি এয়ারপোর্ট থেকে দুপুর ২ টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হন। প্রথমে তারা আল্লামা আরশাদ মাদানীর জমিয়তে উলামায়ে হিন্দ অফিসের মেহমান খানায় ওঠেন। এরপর সেখান থেকে দেওবন্দে যান। ৮ দিনের এই সফরে তারা আশরাফ আলী থানভী রহ.- সহ উপমহাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ আকাবিরের মাকবারা জিয়ারত করেন।
মাওলানা আনাস মাদানী জানান, ‘হুসাইন আহমদ মাদানী রহ-এর পরিবারের সঙ্গে আমাদের আত্মিক ও পারিবারিক সম্পর্ক অনেক আগে থেকেই। আমার বাবা আল্লামা আহমদ শফী রহ.- এর অনুপস্থিতিতে আমরা মাদানী রহ. পরিবারকেই মুরুব্বী হিসেবে মানছি। সেই দিক থেকেই আল্লামা আরশাদ মাদানী- এর সাথে সাক্ষাত ও আকাবিরের মাকবারা জিয়ারতের উদ্দেশ্যে ভারত সফর। এছাড়াও সেখানে গুরুত্বপূর্ণ কিছু স্বাস্থ্য চেকআপ করিয়েছেন তিনি।