আল্লামা জুনায়েদ বাবুনগরীর চোখের অপারেশন সম্পন্ন

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও আল জামিয়াতুল আহলিয়া দারুল ঊলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর শিক্ষা পরিচালক এবং শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরীর চোখের অপারেশন করা হয়েছে। আজ (১০ আগস্ট) মঙ্গলবার দুপুর ১২ টায় চট্টগ্রামের শেভরন হাসপাতালে এ অপারেশন করা হয়।
জানা গেছে, ডান চোখের ছানী পড়ার কারণে আল্লামা জুনায়েদ বাবুনগরীর অপারেশন করা হয়েছে। তবে অপারেশনের পর এখন তিনি স্বাভাবিক ও সুস্থ আছেন বলে হাটহাজারী সূত্রে জানা গেছে। এদিকে তার পূর্ণ সুস্থতা ও আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।
এর আগে (৮ আগস্ট) রবিবার দুপুরে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে গাড়িতে বসে বৈশ্বিক মহামারী মরণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিষেধক ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও আল জামিয়াতুল আহলিয়া দারুল ঊলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর শিক্ষা পরিচালক এবং শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী।
টিকা নেওয়ার সময় স্বাস্থ্যকর্মীরা আল্লামা জুনায়েদ বাবুনগরীর সঙ্গে কুশল বিনিময় করে কেমন আছে জানতে চাইলে তিনি বলেন, আমি ভালো আছি। আপনার কেমন আছেন। আমার জন্য দোয়া করবেন। মহামারির এই কঠিন সঙ্কট থেকে রক্ষা পেতে যার যার অবস্থান থেকে সকল প্রকার গুনাহ ও অন্যায় কর্মকাণ্ড পরিহার করে তাওবা করে মহান আল্লাহর সাহায্য কামনা করেন। আল্লাহ তাআলার কাছে বিপদের এই সময় দোয়া করি, যেন এই সংক্রমণ থেকে আমরা সবাই দ্রুত মুক্তি পাই।