আল্লামা জুনায়েদ বাবুনগরীর ইন্তেকালে মাওলানা মাহমুদুল হাসানের শোক

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও আল জামিয়াতুল আহলিয়া দারুল ঊলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর শিক্ষা পরিচালক এবং শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বেফাকুল মাদারিস আরাবিয়া বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি ও আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান।

মাহমুদুল হাসান বলেন, হাদিসে রাসুলের নিবেদিত খাদেম, উম্মাহর দরদী ব্যাক্তিত্ব, একজন আবেদ, যাহেদ ও বুজুর্গ ছিলেন আল্লামা জুনায়েদ বাবুনগরী। তার ইন্তেকালে আমাদের অঙ্গনে গভীর শূন্যতা তৈরি হয়েছে, আল্লাহ তায়ালা তার নিমাল বদল দান করেন। তার কর্মমুখর জীবনের সবচেয়ে বেশি সময় কেটেছে হাদিসে রাসুলের দরসে। প্রচন্ড মেধাবী ও প্রজ্ঞাবান মুহাদ্দিস ছিলেন তিনি। তার দরসে হাদিস এর সুনাম-সুখ্যাতি দেশ-বিদেশে স্বীকৃত। এছাড়াও তার দরস গ্রন্থাকারে ব্যাপক সমাদৃত।

তিনি উপমহাদেশের বরেণ্য শাইখুল হাদিস ও কালের শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা ইউসুফ বিন নুরী রহ.-এর সরাসরি শাগরের ছিলেন। সৌভাগ্যক্রমে আমিও হযরত ইউসুফ বিন নুরীর শাগরেদ। আল্লামা বাবুনগরী দেশ মানবতা ও ইসলামের কল্যাণে নিবেদিত উল্লেখ করে আল্লামা মাহমুদুল হাসান বলেন, দেশব্যাপী তার ছাত্র-শাগরেদ ও অসংখ্য গুনগ্রাহী রয়েছে, আছে ভক্ত অনুরক্ত ও শুভাকাঙ্ক্ষী। তিনি দেশের নানা প্রান্তে ওয়াজ, মাহফিল ও বয়ানের মাধ্যমে মানুষকে কল্যাণের পথে আহবান করেছেন। উম্মাহর দরদি এই ব্যাক্তিত্বকে আল্লাহ তায়ালা কবুল করুন। আল্লামা বাবুনগরীর জন্য ওলামায়ে কেরাম, ছাত্র-শিক্ষওক ও দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন মাহমুদুল হাসান। বাবুনগরীর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জ্ঞাপন করেন তিনি।

প্রসঙ্গত, আজ (১৮ আগষ্ট) বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও আল জামিয়াতুল আহলিয়া দারুল ঊলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর শিক্ষা পরিচালক এবং শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাকে চট্টগ্রামে চিকিৎসার জন্য নেওয়া হয়। বাবুনগরীর খাদেম মাওলানা জুনায়েদ জানান, বুধবার সন্ধ্যার পর থেকে বাবুনগরীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্স ডেকে তাকে নিয়ে হাসপাতালের দিকে রওনা হন সঙ্গীরা। ৬৭ বছর বয়সি দেশের অন্যতম শীর্ষ আলেমে দ্বীন দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। এর আগে রবিবার (৮ আগস্ট) দুপুরে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে গাড়িতে বসেই বৈশ্বিক মহামারী মরণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিষেধক ভ্যাকসিন নিয়েছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!