আল্লামা বাবুনগরীর ইন্তেকালে কওমি মাদরাসা শিক্ষাবোর্ডেসমূহের শোক

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও আল জামিয়াতুল আহলিয়া দারুল ঊলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর শিক্ষা পরিচালক এবং শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশের ইসলামী দলসমূহে পৃথক পৃথক বিবৃতিতে শোক জানিয়েছেন। শোকবার্তায় তারা বলেন, ‘আল্লামা জুনায়েদ বাবুনগরী ছিলেন অত্যন্ত নম্র, ভদ্র ও বিনয়ী। তিনি দীর্ঘদিন যাবত উম্মুল মাদারিস দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীর শাইখুল হাদীস হিসেবে সুনামের সাথে দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। ইলমী ও বিনয়ী কথাবার্তায় তিনি সবাইকে খুব সহজেই মুগ্ধ করতে পারতেন। তিনি একজন মানব দরদি, নম্র-ভদ্র, সরল মনের অধিকারী ছিলেন। আল্লামা বাবুনগরী ছিলেন দেশের শীর্ষস্থানীয় নির্ভরযোগ্য আলেমদের মধ্যে একজন। তার ইন্তেকালে দেশের ঈমানদার জনগণ একজন খ্যাতিমান ধর্মীয় অভিভাবক হারালেন।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের শোক : বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহ-সভাপতি ও আল জামিয়াতুল আহলিয়া দারুল ঊলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর শিক্ষা পরিচালক এবং শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মাহমুদুল হাসান ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মাহফুজুল হকসহ সকল নেতৃবৃন্দ। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং সারা দেশের ওলামায়ে কেরাম ও তালিবুল ইলমের নিকট তার জন্য বিশেষ দোয়ার অনুরোধ জানান। বৃহস্পতিবার (১৯ আগস্ট) গণমাধ্যমে পাঠানো বেফাকের ভারপ্রাপ্ত মহাপরিচালক মাওলানা মুহাম্মদ যুবায়ের স্বাক্ষরিত এক শোকবার্তায় তারা এ শোক জানান।

বেফাকুল মাদারিসিলি আরাবিয়া গওহরডাঙ্গার শোক :হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও আল জামিয়াতুল আহলিয়া দারুল ঊলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর শিক্ষা পরিচালক এবং শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বেফাকুল মাদারিসিলি আরাবিয়া গওহরডাঙ্গার সভাপতি ও গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম মুফতি রুহুল আমীন। বৃহস্পতিবার (১৯ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এ শোক জানান। শোকবার্তায় মুফতি রুহুল আমীন বলেন, আল্লামা বাবুনগরী ছিলেন একজন মুহাক্কেক আলেম। সব বিষয়ে তাহকিক এবং তাকরিরের ক্ষেত্রে তিনি খুবই দক্ষ ছিলেন। যে কোন কঠিন বিষয় খুব সাবলীলভাবে উপস্থাপন করতে পারতেন। তাঁর ইন্তেকালে আমরা একজন মুহাক্কেক আলেম হারাম। শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারেরপ্রতি গভীর সমবেদনা জানান।

বেফাকুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশের শোক : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও আল জামিয়াতুল আহলিয়া দারুল ঊলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর শিক্ষা পরিচালক এবং শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম এবং বেফাকুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশের চেয়ারম্যন শায়খুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। বৃহস্পতিবার (১৯ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এ শোক জানান। আল্লামা মাসঊদ বলেন, মানুষের জন্ম ও মৃত্যু আল্লাহর পক্ষ থেকেই নির্ধারিত। আল্লাহর ইচ্ছাতেই মানুষ তার রবের ডাকে সাড়া দিয়ে চলে যায়। বাবুনগরী (রহ.) আমাদের সময়কার খ্যাতিমান আলেমে দ্বীন ও রাজনীতিবিদ ছিলেন। আদর্শবান মানুষ গড়ার লক্ষ্যে তিনি আজীবন দরস ও তাদরিসের কাজ আঞ্জাম দিয়েছেন। আজ তাঁর মৃত্যুতে আমরা একজন মহৎপ্রাণ আলেমকে হারালাম। মাওলানা বাবুনগরী বহু গুণে গুণান্বিত ছিলেন। তাঁকে হারিয়ে আমাদেক কওমি অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ হবার নয়। মহান আল্লাহর দরবারে দুআ করি, আল্লাহ তাআলা তাঁর সকল দ্বীনি খেদমতকে কবুল করুন এবং ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করে জান্নাত নসিব করুন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানা, আল্লাহ তাআলা তাঁর সন্তান-সন্তুতি, পরিবারবর্গ, ছাত্র-শাগরেদ, ভক্ত-অনুরক্তদের শোক সইবার ও ধৈর্য্যধারণের তাওফিক দান করুন।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!