আল্লামা বাবুনগরীর খাদেম ইনামের চার দিনের রিমান্ড

হেফাজতে ইসলাম বাংলাদেশ সদ্য বিলুপ্ত কমিটির আমির ও বর্তমান আহ্বায়ক কমিটির আহ্বায়ক আল্লামা জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ও হাটহাজারী উপজেলা হেফাজতের প্রচার সম্পাদক ইনামুল হাসান ফারুকীকে চট্টগ্রামের হাটহাজারী থানার মামলায় চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

আজ (২২ মে) শনিবার চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল ‍উদ্দিন এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের পরিদর্শক-১ (প্রসিকিউশন) হুমায়ন কবীর বলেন, হাটহাজারী থানার নাশকতা মামলায় এনামুল হাসনাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার (২১ মে) রাতে হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকা থেকে এনামুল হাসানকে গ্রেফতার করে র‍্যাব। র‍্যাব কার্যালয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়। এরপর তাকে হাটহাজারীতে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখানো হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়। এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব ৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান।

গত ২৬ শে মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে চট্টগ্রামের হাটহাজারিতে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় হাটহাজারী থানায় সাড়ে চার হাজার জনকে আসামি করে ১০টি মামলা করে পুলিশ। এসব মামলায় এখন পর্যন্ত ৭৫ জনকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!