দেশের ৫৪ শীর্ষ আলেমের ব্যাংক হিসেব তলব
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী, প্রয়াত মহাসচিব মাওলানা নূর হোসাইন কাসেমী রহ. এবং আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মাহমুদুল হাসানসহ ৫৪ শীর্ষ আলেমের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। গত (১ এপ্রিল) বৃহস্পতিবারই তাদের হিসাবের বিষয়ে তলব করা হয়। সরকারের একটি সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতে এই হিসাব তলব করা হয়েছে।
হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ মামুনুল হক, নায়বে আমীল মাওলানা মুহাম্মদ মাহফুজুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাইল করীম, নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম, মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। এছাড়া বিভিন্ন জেলায় হেফাজতে ইসলাম বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট্য ৫৪ জন আলেমের ব্যাংক হিসাব তলব করা হয়েছে।