আল্লামা শফীর ইন্তেকালের ঘটনায় বাবুনগরী-মামুনুল হক ও ইসলামাবাদীসহ অভিযুক্ত ৪৩
আদালতে প্রতিবেদন দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই
হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফী রহ.-কে হত্যার প্ররোচনা মামলায় সংগঠনটির বর্তমান আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীসহ ৪৩ জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ (১২ এপ্রিল) সোমবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহ কায়সারের আদালতে পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা মনির হোসেন এই প্রতিবেদন দাখিল করেন।
কওমি মাদরাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের সাবেক আমীর আল্লামা আহমদ শফির ইন্তেকালের দু’মাসের মাথায় তার শ্যালক মোহাম্মদ মাইনুদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় ৩৬ জনকে আসামি করা হলেও এতে ৪৩ জনের সম্পৃক্ততা পেয়েছে পিবিআই। এর মধ্যে আদালতে পরিবারের পক্ষ থেকে দেয়া অভিযোগ থেকে ৫ জন বাদ পড়লেও নতুন করে সম্পৃক্ত করা হয়েছে আরও ১২ জনকে। নানাভাবে নির্যাতন করে আল্লামা শফিকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হয়েছিলো বলে অভিযোগে উল্লেখ করা হয়।
আদালতের নির্দেশে মামলার তদন্তভার পাওয়ার পর পিবিআইয়ের কর্মকর্তারা গত ১২ জানুয়ারি ঘটনাস্থল হাটহাজারী জামিয়া পরিদর্শন করেন। এসময় তারা হেফাজতে ইসলামের বর্তমান আমীর মাওলানা জুনায়েদ বাবুনগরীর জবানবন্দীও নিয়েছিলেন। বর্তমান আমীর মাওলানা জুনায়েদ বাবুনগরী এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীসহ ৪৩ জনের নাম উল্লেখ করে আদালতে দাখিলকৃত প্রতিবেদনে সন্তোষ প্রকাশ করে অভিযুক্তদের বিচারের দাবী জানিয়েছেন মামলার বাদী মোহাম্মদ মাইনুদ্দিন।