আল্লামা শফীর খলিফাদের গুরুত্বের সঙ্গে রমজান পালনের আহ্বান আনাস মাদানীর

শেষ দশকে এতেকাফ পালন করারও আহ্বান

শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহির সকল খলিফাদের গুরুত্বের সঙ্গে রমজান পালনের আহ্বান জানিয়েছেন আঞ্জুমানে দাওয়াতে ইসলাহ বাংলাদেশের আমির ও সাহেবজাদায়ে আল্লামা শফী রহ. মাওলানা আনাস মাদানী। পাশাপাশি শায়খুল ইসলামের পদাঙ্ক অনুসরণ করে রমজানের শেষ দশকে এতেকাফ পালন করারও আহ্বান জানিয়েছেন তিনি। আজ (১২ এপ্রিল) সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহবান জানান।

মাওলানা আনাস মাদানী বলেন, আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহি আলাইহি দীর্ঘকাল ধরে রমজানের শেষ দশদিন এতেকাফ করতেন। বিগত কয়েক বছর রমজানের শেষ দশদিন আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীর মসজিদে হযরতের খোলাফাদের বড় একটি অংশ নিয়ে এতেকাফে খুবই একাগ্রতা ও ইহতেমামের সঙ্গে কাটাতেন এবং দ্বীনের বহুমুখী খেদমত আঞ্জাম দিতেন। এককথায় বিশেষ রহমতের মাস রমজানকে হযরত রাহমাতুল্লাহি আলাইহি গভীর মুজাহাদা ও মুশাহাদার মাধ্যমে কাটাতেন। আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহি আলাইহির ইন্তেকালের পর এবারের রমজান হচ্ছে প্রথম রমজান, আমরা তার অনুপস্থিতিতে প্রথমবারের মতো মাহে রমজান আদায় করতে যাচ্ছি। আঞ্জুমানে দাওয়াতে ইসলাহ বাংলাদেশ এর সাথে সংশ্লিষ্ট সকল খোলাফায়ে কিরাম এবং উলামাদের কাছে আমাদের বিশেষ আবেদন, আসন্ন মাহে রমজান যেন বিশেষ গুরুত্বের সঙ্গে আদায় করেন। আল্লাহপাকের বান্দাদেরকে আল্লাহর সাথে দাওয়াত ও ফিকিরের সাথে বিযুক্ত করার সুবর্ণ সুযোগ এই মাহে রমজান।

তিনি বলেন, বিশেষ করে মাহে রমজানের শেষ দশদিন যেমন আল্লামা শাহ আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহি এতেকাফে কাটাতেন, তেমনি হজরতের সকল খলিফা শাইখের পদাঙ্ক অনুসরণে রমজানের শেষ দশদিন নিজ নিজ এলাকায় মুসলিম ভাইদের নিয়ে নিকটস্থ মসজিদে এতেকাফ করেন এবং দাওয়াত ও ইসলাহের মাধুরী ও পরশে নিজ নিজ এলাকাকে নূরান্নিত করার জন্য ঐকান্তিক চেষ্টার আহ্বান জানান।তাছাড়া হযরতের বাতলানো আসবাক ও তাসবিহাত আদায় ও তালিম দানের জন্য খোলাফাদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়।

আল্লামা শাহ আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহির রেখে যাওয়া আদর্শ ও মিশনকে জীবিত রাখার জোর আবেদন জানিয়ে মাওলানা আনাস মাদানী সাথে সাথে আসন্ন রমজানুল মোবারকে দেশ জাতী ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যানের জন্য বিশেষত করোনা মহামারিসহ সকল বালা-মুসীবত থেকে হেফাজতের জন্য মহান আল্লাহর দরবারে রূনাজারী করে দোয়ায় নিমগ্ন হওয়ার আহ্বান জানান।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!