আল আকসায় হামলার প্রতিবাদে খেলাফত মজলিসের বিক্ষোভ

ফিলিস্তিনে মুসলমানদের হত্যা ও আল আকসা মসজিদে ইয়াহুদীবাদ সন্ত্রাসী অবৈধ দখলদার ইসরায়েলের হামলার প্রতিবাদে খেলাফত মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ (১৪ মে) বাদ জুম্মা বায়তুল মুকাররম উত্তর গেটে এ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বায়তুলমুকাররম হয়ে পল্টন মোড়ে এসে শেষ হয়।
ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক কে এম আলম, অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী বায়তুলমাল সম্পাদক মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, শ্রমিক মজলিস সভাপতি হাজী নুর হোসেন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য খন্দকার শাহাবুদ্দিন আহমদ, ঢাকা মহানগরী উত্তরের সাধারণ সাম্পাদক অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার, দক্ষিণের সহ-সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন, হুমায়ুন কবির আজাদ, কাজী আরিফুর রহমান, বায়তুলমাল সম্পাদক মাষ্টার কেতাব আলী মল্লিক, শ্রম বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা সরদার নেয়ামত উল্লাহ প্রমুখ।