আসছে অ্যান্ড্রয়েড ১২-এর ফাইনাল ভার্সন

গুগল অ্যান্ড্রয়েডের পঞ্চম ও সর্বশেষ বেটা সংস্করণ প্রকাশ করেছে। এর ফলে অ্যান্ড্রয়েড ১২ খুব দ্রুতই আসার খবর পাওয়া গেলো।
চলতি বছর গুগলের বার্ষিক ডেভেলপার কনফারেন্সে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ‘১২’–এর পরীক্ষামূলক বা বেটা সংস্করণ অবমুক্ত করে। তারপরই আলোচনায় কেন্দ্রবিন্দু ছিলো কবে অ্যান্ড্রয়েড ভার্সন ১২ আসবে।
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, বেটা ভার্সনে নতুন ডিজাইন ও নতুন ফিচার যুক্ত করেছে গুগল। তবে, কিছু বাগের কারণে ফোনে বেটা ভার্সনটি ইনস্টল করার আগে ডাটা ব্যাকাপ রাখতে হবে।
চলতি মাসের মাঝামাঝিতে অ্যান্ড্রয়েড ১২ অবমুক্ত করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।



