ইনভাইট নাশিদ ব্যান্ড মৌলভীবাজার শাখার উদ্ভোধন

ইনভাইট নাশিদ ব্যান্ড মৌলভীবাজার শাখার উদ্ভোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ (8 অক্টোবর) শুক্রবার দুপুর ৩টায়  নুরুল কোরআন মাদরাসায় মৌলভীবাজার শাখার উদ্ভোধন অনুষ্ঠিত হয়।

মাওলানা সৈয়দ মুজাদ্দিদ আলীর সভাপতিত্বে ও নুহ বিন হুসাইন এবং সাদিকুর রহমান শাকিলের যৌথ পরিচালনায়, এতে স্বাগত বক্তব্য রাখেন, ইনভাইট নাশিদ ব্যান্ডের সঙ্গীত পরিচালক আনওয়ারুল কারীম মুস্তাজাব, প্রধান প্রশিক্ষক হিসাবে ছিলেন, সুফিশিল্পী ও কুক ভোকাল স্টুডিওর সত্ত্বাধিকারী উস্তাদ শালীন আহমদ।

এতে বক্তব্য রাখেন, নুরুল কোরআন মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা জিয়াউদ্দিন ইউসুফ, জামিয়া দ্বীনিয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মজদুদ আহমদ রাফিদ, মাওলানা হাসান আহমদ চৌধুরী, মাওলানা তাওহিদুল ইসলাম মেনন, সৈয়দ এনাম এবং মুজাক্কির আহমদ।

আরো উপস্থিত ছিলেন, ইনভাইট নাশিদ ব্যান্ডের আব্দুর রহমান আল আজাদ, জুনেল মাসউদ, শেখ এনাম, নাজিম কাওসার, ইমদাদুল হক কাউসার, আব্দুর রহমান হাদী, সাজ্জাদ হুসাইন, মাজহারুল ইসলাম, রুমান আহমদ এবং মৌলভীবাজারের সদস্যবৃন্দসহ আরো অনেকে।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!