ইবতিদাইয়্যাহ মারহালায় মেধা তালিকায় শীর্ষে যারা

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-বেফাকের ৪৪তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ (১০ মে) সোমবার দুপুর ১২ টায় রাজধানীর যাত্রাবাড়ী কাজলা বেফাকের নিজস্ব কার্যালয়ে ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মুফতী আমিনুল হক ফলাফল ঘোষণা করেন। প্রকাশিত ফলাফলে ইবতিদাইয়্যাহ মারহালায় যারা মেধা তালিকার শীর্ষে রয়েছেন তাদের নামের তালিকা প্রকাশ করা হলো।

ইবতিদাইয়্যাহ (পুরুষ) : মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে নারায়ণগঞ্জের জামিয়া রব্বানিয়া আরাবিয়া মাদরাসার মাে: আব্দুর রহিম, প্রাপ্ত নাম্বার ৬৮৯। দ্বিতীয় স্থান অধিকার করেছে যৌথভাবে ২ জন। তারা হল চাঁদপুরের জামিয়ার কুরআনিয়া এমদাদুল উলুমের মুহা: আব্দুল কাইয়ুম প্রাপ্ত নাম্বার ৬৮৮ অন্যজন মাদারীপুরের জামিয়াতুস সুন্নাহ’র মােঃ ওমর ফারুক প্রাপ্ত নাম্বার ৬৮৮। তৃতীয় স্থান অধিকার করেছে যৌথভাবে ২ জন। তারা হল নারায়ণগঞ্জের জামিয়া রব্বানিয়া আরাবিয়ার মাে: কাউছার আহমদ, প্রাপ্ত নাম্বার ৬৮৭। অন্যজন হল যশােরের জামিয়া কুরআনিয়া বগচরের মাে: মাহফুজুর রহমান। প্রাপ্ত নাম্বার ৬৮৭।

ইবতিদাইয়্যাহ (বালিকা) : মেধা তালিকায় শীর্ষ স্থান অধিকার করেছে ঢাকার আয়েশা সিদ্দীকা মহিলা মাদরাসা যাত্রাবাড়ীর মুবাশ্বিরা বিনতে মুর্শেদ, প্রাপ্ত নাম্বার ৬৮৩। দ্বিতীয় স্থান অধিকার করেছে যৌথভাবে ২ জন তারা হল শরীয়তপুরের আলহাজ্ব সফুরা বেগম মহিলা মাদরাসার আয়েশা, প্রাপ্ত নাম্বার ৬৭৩। একই মাদরাসার মােসা: মিনারা প্রাপ্ত নাম্বার ৬৭৩, তৃতীয় স্থান অধিকার করেছে যৌথভাবে ২ জন তারা হল ঢাকার জামিয়া মিল্লিয়া আয়েশা ছিদ্দিকৃা রা. মাদরাসার আফিয়া আখতার নূহা ৫ প্রাপ্ত নাম্বার ৬৭২। অন্যজন কুমিল্লার আয়েশা ছিদ্দিক্বা রা. মহিলা মাদরাসার মােসা: লাবিবা আক্তার নাজিবা প্রাপ্ত নাম্বার ৬৭২।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!