ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মাদ্রিদে সমাবেশ

ফিলিস্তিনের ওপর ইসরায়েলি আগ্রাসন, বোমা মেরে নির্বিচারে গণহত্যার প্রতিবাদে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ নভেম্বর) স্পেনের রাজধানী মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকায় বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকরা এ সমাবেশের আয়োজন করে। পুরো লাভাপিয়েস এ সময় ফিলিস্তিনের পতাকা, ব্যানার, ফেস্টুনে ছেয়ে যায়। স্লোগানে স্লোগানে মুখরিত হয় সড়ক।
ফিলিস্তিনের অমানবিক ও অন্যায্য এ হামলাকে বর্বরোচিত আখ্যা দিয়ে সমাবেশে আসা বিভিন্ন দেশের মানুষ তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান। পাশাপাশি সাম্রাজ্যবাদী অপশক্তি যারা ইসরাইলকে সামরিক সহায়তা দিচ্ছে তাদের তীব্র নিন্দা জানান। তারা যুদ্ধ বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনার পাশাপাশি জরুরি ত্রাণ ও ঔষধ পাঠানোর আহ্বানও জানান। শতশত মানুষের কণ্ঠে ছিলো ‘স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র চাই, যুদ্ধ নয় শান্তি চাই’। লাভাপিয়েস এলাকার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি এ প্রতিবাদ সমাবেশে অংশ নেন।
সমাবেশে উপস্থিত ছিলেন বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার, সাধারণ সম্পাদক আলামিন মিয়া, মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ভালিয়ান্তে বাংলার সভাপতি ফজলে এলাহি, সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, সাংবাদিক ফখরুদ্দীন রাজী, সাংবাদিক সিদ্দিকুর রাহমান, আব্দুল আওয়াল খান, আব্দুল মজিদ সুজন, মুহিব উল্লাহসহ অন্যান্য নেতারা।