ইসলামবিরোধী শক্তিকে ছাড় দেয়া হবে না: ইসলামী ঐক্যজোট
ইসলামী ঐক্যজোটের ইফতার মাহফিলে নেতারা বলেছেন, বর্তমানে আমাদের চারপাশে যে অস্থির পরিবেশ বিরাজ করছে, এর মূলে রয়েছে মহান আল্লাহর সাথে দূরত্ব ও সম্পর্কহীনতা। ফলে নানারকম বিপদে আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। এসব থেকে পরিত্রাণ পেতে এবং আখেরাতকে সাফল্যময় করতে আমাদেরকে আল্লাহর বিধান ও ফরমানের ছায়াতলে ফিরে আসতে হবে।
নেতারা আরো বলেন, সব অন্যায়-অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ করা মুফতী আমিনী রহ.-এর দীক্ষা। তাই বাংলাদেশে যখনই ইসলাম ও মুসলমানদের স্বার্থবিরোধী কোনো কিছু হয়, সর্বপ্রথম মুফতী আমিনী রহ.-এর রুহানী সন্তানরাই প্রতিবাদ করে, ভবিষ্যতেও করে যাবে ইনশাল্লাহ। ইসলামবিরোধী নাস্তিক ও বাতিল শক্তিকে কোনো অবস্থায়ই ছাড় দেয়া হবে না।
নেতারা দেশের আলেম-উলামা ও ধর্মপ্রাণ মুসলমানদের সব ধরনের ইসলাম বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। একই সাথে পবিত্র রমজানকে সামনে রেখে সব নিরাপরাধ রাজবন্দীদের মুক্তি এবং ভিত্তিহীন মামলা প্রত্যাহারের দাবি জানান।
রাজধানীর লালবাগস্থ মিলনায়তনে মুফতি ফজলুল হক আমিনী রহ. স্মরণে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে বক্তারা এ কথা বলেন। ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনীর সভাপতিত্বে বক্তৃতা করেন, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুর রশিদ মজুমদার, যুগ্ম মহাসচিব মুফতি তৈয়্যব হোসাইন, মাওলানা ফজলুর রহমান, মাওলানা আবুল কাশেম, মুফতি আব্দুল কাইয়্যুম, মাওলানা শেখ লোকমান হোসাইন, মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা জিয়াউল হক মজুমদার, মাওলানা ফারুক আহমদ, মুফতি তাসলিম আহমদ, মাওলানা আনসারুল হক ইমরান, মাওলানা কাজী আজিজুল হক, মাওলানা খোরশেদ আলম, মাওলানা নুরুজ্জামান, ছাত্রনেতা মাওলানা আবুল হাশিম শাহী প্রমুখ। বিজ্ঞপ্তি।