ইসলামী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জের সমাবেশ ও গজল সন্ধ্যা অনুষ্ঠিত

৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ ও ইসলামী গজল সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

ঐতিহাসিক গুরুদয়াল সরকারি কলেজ সংলগ্ন মুক্তমঞ্চে আয়োজিত সমাবেশ ও ইসলামী গজল সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল-আমিন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার মাশা ইউনিভার্সিটির ভিপি ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় উপ-সম্পাদক (প্রচার ও আন্তর্জাতিক বিভাগ) বশির ইবনে জাফর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মদ আবরারুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ত্বোয়াসিন বিন মুজিবের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ইসলামী গজল সন্ধ্যায় উপস্থিত ছিলেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের শিল্পীবৃন্দ এবং স্থানীয় ও জাতীয় সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন শিল্পীবৃন্দ, উপস্থিত ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী আবু উবাইদা।

উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সকল শাখা পর্যায়ের সদস্য, কর্মী ও প্রতিনিধিবৃন্দ।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!