ইসলাম নির্বিশেষে সকলের জন্য নিয়ে মুক্তির পয়গাম এসেছে
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি এহসানুল হক জিলানী বলেছেন, নিশ্চয় ইসলাম আল্লাহ তায়ালার নিকট মনোনীত ধর্ম। ইসলাম জাতি-ধর্ম-বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সকলের জন্য নিয়ে এসেছে মুক্তির পয়গাম। ইসলামে মানব জাতি আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব হিসেবে স্বীকৃত। আল্লাহ তা’য়ালা ইরশাদ করেন,নিশ্চয় আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি এবং স্থলে ও সমুদ্রে তাদের চলাচলের বাহন দিয়েছি, তাদেরকে উত্তম রিযিক দান করেছি এবং তাদের অনেকের উপর তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। অন্যত্র আল্লাহ তায়ালা ইরশাদ করেন, হে মানবজাতি আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ ও একজন নারী হতে, পরে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা পরস্পরের সাথে পরিচিত হতে পার। আজ (১৫ অক্টোবর) শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার বয়ানে তিনি এসব কথা বলেন।
পেশ ইমাম বলেন, ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠা এবং অমুসলিমদের অধিকার রক্ষায় যে উদাহরণ ও বিধি-বিধান প্রদান করেছে তা পৃথিবীর ইতিহাসে বেনযীর। আল্লাহ তা’য়ালা ইরশাদ করেন যদি আল্লাহ তায়ালা মানবজাতির একদলকে অন্য দল দ্বারা প্রতিহত না করতেন তাহলে বিধ্বস্ত হয়ে যেত মঠ, গির্জা, ইয়াহুদীদের উপাসনালয় এবং মসজিদসমূহ যাতে অধিক স্মরণ করা হয় আল্লাহর নাম। কুরআনুল কারীমের অন্য আয়াতে আল্লাহ তা’য়ালা ইরশাদ করেন, তারা আল্লাহকে ছেড়ে যাদেরকে ডাকে তোমরা তাদেরকে গালি দিও না অন্যথায় তারা সীমা লঙ্ঘন করে অজ্ঞানতাবশত আল্লাহকে গালি দিবে। ইসলাম গ্রহণ করার ব্যাপারে কোন জোর-জবরদস্তি নেই। আল্লাহ তা’য়ালা ইরশাদ করেন দ্বীন সম্পর্কে জোর-জবরদস্তি নেই। তাইতো নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানে নিযুক্ত শাসনকর্তা হযরত মুয়াজ ইবনে জাবাল রা.-কে চিঠি লিখে পাঠিয়েছিলেন, ইয়াহুদী বা খ্রিস্ট ধর্মাবলম্বী কাউকে তার ধর্ম ত্যাগ করতে বাধ্য করা যাবে না।
তিনি বলেন, ইসলাম মানবজীবনকে একান্তই সম্মানজনক হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং মানুষের জীবন সংহারকে সমগ্র মানবগোষ্ঠীর হত্যার সমতুল্য অপরাধ সাব্যস্ত করে জীবনের নিরাপত্তার গুরুত্ব প্রদান করেছে। মহান আল্লাহ তা’য়ালা ঘোষণা করেন, নরহত্যা অথবা পৃথিবীতে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে অভিযুক্ত ব্যক্তি ছাড়া অন্য কাউকে কেউ হত্যা করলে সে যেন পৃথিবীর সমগ্র মানবজাতিকে হত্যা করলো। আর কেউ কারো প্রাণ রক্ষা করলে সে যেন পৃথিবীর সমগ্র মানবগোষ্ঠীকে প্রাণে রক্ষা করলো। কোন সংকীর্ণতা নয়, হিংসা-বিদ্বেষ নয়, উদারতা ও মহানুভবতা হচ্ছে ইসলামের বৈশিষ্ট্য। ইসলাম গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার সওগাত নিয়ে এসেছে। আল্লাহ তায়ালা আমাদেরকে ইসলামী অনুশাসন মানার ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন। আমীন।