ঈদের পর স্বাস্থ্যবিধি মেনে সকল মাদরাসা খুলে দিন

আমাদের সকলকে মহান আল্লাহর নিকট সর্বদাই বৈশ্বিক মহামারী মরণঘাতী নভেল করোনাভাইরাস সংক্রমণেসহ যাবতীয় বিপদ থেকে পরিত্রাণ চাইতে হবে এবং বেশি বেশি তওবা ইস্তিগফার করতে হবে। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে দেশের সমস্ত নাগরিকের জন্য ভ্যাকসিন নিশ্চিত করতে হবে। দেশের মাদরাসাসমূহ বন্ধ থাকায় কোমলমতি শিক্ষার্থীরা ভয়াবহ শিক্ষা বিপর্যয়ের দ্বারপ্রান্তে এবং তরুণ শিক্ষার্থীরা নানামুখী অবক্ষয়ের সম্মুখীন।

করোনা মহামারি হতে মুক্তি ও ঈদুল আযহার পর সকল মাদরাসাসমূহ খুলে দেয়ার দাবিতে জাতীয় ইমাম সমাজ বাংলাদেশের উদ্যোগে পুরনো ঢাকায় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে নেতৃবৃন্দ এসব কথা বলেন। সংগঠনের সভাপতি ক্বারী আবুল হোসাইনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, সংগঠনের মহাসচিব মুফতী মিনহাজ উদ্দিন, মাওলানা বেলায়েত হোসেন ফিরোজী, মুফতি তাসলিম আহমদ, মুফতি শামসুল হক ওসমানী, মাওলানা হামিদুল হক, মুফতি রহমতুল্লাহি আরাবী প্রমুখ।

তারা বলেন, মাদরাসাগুলো কোরআন সুন্নাহর চর্চা কেন্দ্র এবং আল্লাহর রহমত বরকত আসার অন্যতম মাধ্যম। আল্লাহর উপর ভরসা করে তার রহমত প্রাপ্তির আশায় সকল প্রকার স্বাস্থ্যবিধি পালনের শর্তে দেশের মাদরাসাসমূহ খুলে দেয়ার উদাত্ত আহবান জানাচ্ছি। সভায় গতকাল পবিত্র আল আকসা মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর ইসরাইলী বাহিনীর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। আলোচনা সভা শেষে করোনা মহামারি হতে মুক্তি এবং দেশ ও জাতির সুখ-শান্তি উন্নতি এবং মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!