উত্তরার জামিয়াতুন নূর আল কসেমিয়ায় ভর্তি শুরু

রাজধানীর উত্তরাস্থ জামিয়াতুন নূর আল কাসেমিয়ায় চলতি বছর প্রতিষ্ঠা পাওয়া এই জামিয়াটি ইবতেদায়ী থেকে তাখাসসুসাত পর্যন্ত সকল বিভাগই খোলা হয়েছে। আল্লামা নূর হোসাইন কাসেমী রহমাতুল্লাহ আলাইহি. এর নামকে স্মরণীয় করে রাখতে এ নাম দিয়েছেন মাদরাসা প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা নাজমুল হাসান। তিনি জীবনের দীর্ঘসময় পর্যন্ত আল্লামা নূর হোসাইন কাসেমীর সান্নিধ্যে ছিলেন। বারিধারা জামিয়ার নায়েবে মুহতামিম ও আল্লামা কাসেমী রহ. এর মৃত্যুর পর ভারপ্রাপ্ত মুহতামিমের দায়িত্বও পালন করেন তিনি। এরপর গত দুইমাস পূর্বে মার্চ মাসে তিনি উদ্বোধন করেন ‘জামিয়াতুন নূর আল কাসেমিয়া’।

ভর্তি ফি : ২ হাজার টাকা, ফরম ২০০, কুতুবখান বাবদ ৩০০টাকা নেয়া হবে।

ভর্তি শুরু : ২০ মে বৃহস্পতিবার থেকে ২৭ মে বৃহস্পতিবার পর্যন্ত। প্রতিদিন সকাল ৯.০০ থেকে দুপুর ১.০০ পর্যন্ত এবং ২.৩০ থেকে ৫.০০ পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। অনলাইনেও ভর্তি কার্যক্রম চলবে।

মাদরাসার সকল শ্রেণীতে ভর্তি চলবে। ভর্তি পরীক্ষার জন্য নির্দিষ্ট কিতাব। পাশাপাশি গত বছরের বার্ষিক পরীক্ষার ফলাফল দেখে বিভাগভিত্তিক ছাত্র ভর্তি নেওয়া হবে। নিচে বিভাগের নাম, ভর্তি পরীক্ষার কিতাব ও ভর্তিযোগ্য সর্বনিম্ন গড় নাম্বার যথাক্রমে দেয়া হলো।

১. উলুমুল হাদীস, সিহাহ সিত্তার সকল কিতাব ও শরহে নুখবাতুল ফিকর, ৮০%।
২. ইফতা, নুরুল আনোয়ার ও হেদায়া ৩, ৮০%।
৩. আরবী আদব, শামায়েলে তিরমিজি ও মাকামাতে হারিরি ,৬৫%।
৪. দাওয়াহ, ৫৫%।
৫. তাকমিল, মিশকাত, ৫০%।
৬. ফযীলত-২, জালালাইন ও হেদায়া২, ৫৫%।
৭. ফযীলত-১, সরহে বেকায়া ও নুরুল আনোয়ার, ৬০%।
৮. সানিাবিয়া উলিইয়া, কাফিয়া ও মুখতাসারুল কুদুরি, ৬৫%।
৯. মুতাওয়াসসিতাহ-৪, হেদায়েতুন নাহু ও ইলমুস সিগাহ্, ৬৫%।
১০. মুতাওয়াসসিতাহ-৩, নাহুমির ও শরহে মিআতে আমেল, ৭০%।
১১. মুতাওয়াসসিতাহ-২, মিজান ও এসো আরবী শিখি, ৭০%।
১২. মুতাওয়াসসিতাহ-১, তাইসিরুল মুবতাদি ও তারিখুল ইসলাম, ৮০%।
১৩. ইবতেদায়ি বিশেষ, কুরআনে হাফেজ, ৮০%।
১৪. ইবতেদায়ি ছানি, ৮০%।

মাদরাসার ঠিকানা : বাসা#২৪, রোড#১৪, সেক্টর#১২, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০

যাতায়াত : উত্তরা হাউস বিল্ডিং থেকে ১২নং সেক্টর খালপাড় নেমে ১৪ নাম্বার রোড ২৪ নাম্বার বাসা।

যোগাযোগ : ০১৭৭৭৪৪১০০৭ (মাওলানা আব্দুল্লাহ আসিম), ০১৭৭৩৪৪৩০৪৩ (অফিস), ০১৮১০১১৪৯৭৩ (অফিস)।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!