এরদোগানকে আলআকসার ইমামের কৃতজ্ঞতা

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোয় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন জেরুজালেমের পবিত্র মসজিদ আলআকসার ইমাম শাইখ ইকরিমা সাঈদ সাবরি।
তুরস্কের শীর্ষ ধর্মীয় পরিষদ দাইয়েনাত কর্তৃপক্ষকে বৃহস্পতিবার ফোন করে তিনি ওই ধন্যবাদ জানান। খবর আনাদোলুর। ফোন কলের পাশাপাশি আলআকসার ইমাম শেখ ইকরিমি সাবরি এক বিবৃতিতেও এরদোগানকে ধন্যবাদ জানান।
ফিলিস্তিনের গাজায় টানা কয়েকদিনের ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলার বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে সংগঠিত করছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। বৃহস্পতিবার তিনি আফগান ও কিরগিজ প্রেসিডেন্টর সঙ্গে ফিলিস্তিনে সম্প্রতি ইসরাইলি বর্বর হামলার বিষয়ে টেলিফোনে আলোচনা করেন।