ওসমানীনগরে সৈয়দ শাহ তাজ উদ্দিন সমাজ কল্যাণ সংস্থার শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিনিধি : সমাজের প্রবীণদের নির্দেশনা ও নবীনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নিম্ন আয়ের চারশত মানুষের মধ্যে হযরত সৈয়দ শাহ তাজ উদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি সমাজ কল্যাণ সংস্থার শীতবস্ত্র বিতরণ সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সিলেটের ওসমানীনগরে চারশত অসহায়, হতদরিদ্র মানুষের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এই কার্যক্রমে উল্লেখযোগ্য সহযোগিতা করেছেন সংস্থার প্রতিষ্টাতা শাহ আলী আহমদ এবং প্রবাসীগণ। সংস্থাটি দীর্ঘ ২৯ বছর ধরে সামাজিক সেবামূলক কার্যক্রম চালিয়ে আসছে।
শাহ্ আদিব আহমদের সভাপতিত্বে সৈয়দ আরিফ গোফরানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্থার পৃষ্ঠপোষক হাফিজ শাহ্ ফুজায়েল আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওসমানী নগর থানার ওসি (তদন্ত) মাছুদ আহমদ, উপদেষ্টামন্ডলীর সদস্য শাহ ইসমাইল আলি, সৈয়দ হেলাল আহমদ, শাহ ইসরাইল আলি, শাহ্ ইয়াহইয়া, সৈয়দ জখরুল হক্ব, সৈয়দ আরিফ রব্বানী, শাহ এনায়েত আলি, আলি হুসেন, মোঃ শাহজাহান, শাহ্ আশরাফ আলি, সৈয়দ বিপ্লব প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, সংস্থার সহ সাধারণ সম্পাদকসোহাগ আহমদ, অর্থ সম্পাদক বদরুল ইসলাম, সমাজসেবা সম্পাদক শাহ রাগিব আহমদ উসামা, প্রচার সম্পাদক কামরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদকঃ আফজাল মুমিন, সদস্য শাহ আরমান আলি, শাহ রায়হান আলি, আলমগীর আহমেদ,শাহজান, সেলিম, বাহার হুসাইন, মোঃ ইকলাল আহমদ, জুনেদ, মেহদি, হারুন আহমদ, আল-আমীন হুসাইনসহ প্রমুখ।