কক্সবাজার থেকে মাওলানা জাকারিয়া নোমান ফয়জী গ্রেফতার

হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ (৫ মে) বুধবার বিকেলে সাড়ে ৪টার দিকে কক্সবাজারের চকরিয়া থেকে তাকে গ্রেফতার করে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ।

কওমি পোস্টকে বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) এস এম রশিদুল হক বলেন, হাটহাজারীতে হেফাজত নেতাকর্মীরা যে তাণ্ডব চালিয়েছে তাতে জাকারিয়া নোমান ফয়জীর সংশ্লিষ্টতা পাওয়ায় গ্রেফতার করা হয়েছে। হাটহাজারী থানার মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।

উল্লেখ্য, ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে হাটহাজারী থানায় ভাঙচুর, ডাকবাংলোতে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটে। এছাড়া রাস্তায় ব্যারিকেড দিয়ে হাটহাজারী সড়কে গাড়ি চলাচল বন্ধ করে রাখা হয় চারদিন। এসব ঘটনায় হাটহাজারী থানায় সাতটি মামলা দায়ের করা হয়। বিভিন্ন মামলায় সংগঠনটির বিলুপ্ত কমিটির ৫৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!