করোনা থেকে রক্ষা পেতে তওবার আহ্বান মুফতি রুহুল আমীনের
![](https://qawmipost.com/wp-content/uploads/2021/04/রুহুল-আমীন-780x445.jpg)
বৈশ্বিক মহামারী মরণঘাতী নভেল করোনাভাইরাস সংক্রমণ থেকে মুক্তির জন্য আগামীকাল জুমার নামাজ শেষে মুসল্লিদের নিয়ে বিশেষ তওবা ও দোয়ার আহ্বান জানিয়েছেন বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গার চেয়ারম্যান মুফতি রুহুল আমীন। আজ (২৯ এপ্রিল) বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
মুফতি রুহুল আমীন বলেন, বৈষয়িক মহামারি করোনাভাইরাসে পুরো বিশ্ব বিপর্যস্ত। থমকে দাঁড়িয়েছে পৃথিবী। একে একে ব্যর্থ হয়েছে সকল চিকিত্সার টেকনোলজি। এই সংকটময় মূহুর্তে মহামারির বিপর্যয় থেকে মুক্তি পেতে আল্লাহর রহমত ছড়া অন্য কোন পথ নেই। তাই সকলকে নিজের কৃতকর্মের জন্য আল্লাহর দরবারে একাগ্রচিত্তে কায়মনোবাক্যে তওবা করে দোয়ার আহ্বান জানান।
তিনি আরো বলেন, আমাদের পাশ্ববর্তী দেশ ভারতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দৈনিক অগণিত মানুষ মারা যাচ্ছে। তাদের সকল ব্যবস্থাপনা ভেঙ্গে পড়েছে। তাদের এই অসহায় অবস্থার দিক বিবেচনা করে বাংলাদেশ ভারতসহ করোনাভাইরাসে আক্রান্ত প্রতিটা দেশের জন্য বিশেষ করে মুসলমানদের জন্য আমাদের বেশি বেশি দোয়া করতে হবে।