কাল আঞ্জুমানে তা’লীমুল কুরআনের অনলাইন কিরাত মাহফিল
শায়খুল কুররা মাওলানা আলী আকবর সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত বাংলাদেশের সর্ব বৃহৎ কুরআন শিক্ষা সংস্থা আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশের উদ্যোগে অনলাইন কিরাত মাহফিল আগামীকাল (৩০ এপ্রিল) শুক্রবার রাত ১০ টায় অনুষ্ঠিত হবে। কিরাত মাহফিল আঞ্জুমানে অফিসিয়াল ফেসবুক পেজে Anjumane Talimul Quran Bangladesh-এ সরাসরি সম্প্রচার হবে।
কিরাত মাহফিলে সভাপতিত্ব করবেন আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশেরআঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশের সভাপতি মাওলানা ক্বারী শাহ নজরুল ইসলাম ও সঞ্চালনা করবেন আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী ইমদাদুল হক।
এতে কিরাআত পরিবেশন করবেন আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ক্বারী আবদুর রহীম আজমী, মাওলানা ক্বারী আব্দুল্লাহ আল মামুন, মাওলানা ক্বারী শফিকুর রহমান, মাষ্টার ক্বারী আবুল কাসেম খালেদ, মাওলানা ক্বারী আলাউর রহমান হাবীব, মাওলানা ক্বারী ইহসান বিন সিদ্দিক ও মাওলানা ক্বারী আলী মর্তুজা বিন আমীন।
এতে নাশিদ পরিবেশনায় মাওলানা ক্বারী আহমদ আব্দুল্লাহ, হাফিজ ক্বারী শেখ এনাম ও হাফিজ ক্বারী সাকিব আশরাফ।
এতে অতিথি হিসেবে থাকবেন শায়খ কাজী কামরুল হাসান সৌদিআরব, শায়খ মুফতি হাবীব নূহ ইউকে, কে এম আবু তাহের চৌধুরী ইউকে, আহমদ আবু সুফিয়ান ইউএসএ, আবদুল আজিজ মাসুক সৌদিআরব, জহিরুল কবির চৌধুরী শিরু বাংলাদশ ও সাইফুল ইসলাম ইয়াহইয়া দুবাই।