একমাত্র কুরআনই বিশ্ব মানবতার মুক্তির সনদ

ধর্ম ডেস্ক : মুফতি আব্দুর রহীম কাসেমী বলেছেন, সৃষ্টিকুলের ওপর স্রষ্টার সম্মান ও মর্যাদা যেমন সুনিশ্চিত, তেমনি মহান আল্লাহ তায়ালার বাণী পবিত্র কোরআনের মর্যাদাও পৃথিবীর সমস্ত বাণীর শীর্ষে ও উর্ধ্বে প্রতিষ্ঠিত। আর এ কুরআনই একমাত্র কিতাব যা বিশ্ব মানবতার মুক্তির সনদ হিসবে প্রমাণিত। এ কিতাব নাযিল করা হয়েছে সর্বকালের সর্বশেষ্ঠ মহামানব সমগ্র জগতের মুক্তির দিশারী বিশ্ব নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর। এ গ্রন্থ শুধু মুসলমান নয় বরং সমগ্র মানবজাতির জন্য এক মহাপাথেয়। ইহকালের শান্তি ও পরকালের মুক্তি এর মাঝেই নিশ্চিত। আজ (১ অক্টোবর) শুক্রবার মিরপুরের ঐতিহ্যবাহী বাইতুল মামুর জামে মসজিদের  জুমার খুতবা পূর্ব বয়ানে তিনি এসব কথা বলেন।

মুফতি আব্দুর রহীম কাসেমী বলেন, রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতিতে ইহাই বিশ্ববাসীর কল্যাণে দিক নির্দেশনার একমাত্র সম্বল। আর এ কোরআনই হলো রাসুলের পবিত্র জীবনের বাস্তব প্রতিচ্ছবি। এর প্রতিটি অক্ষর উচ্চারণে দশটি নেকি। কোরআন তিলাওয়াতে মুমিন অনুভব করে অসাধারণ প্রশান্তি। কোরআন তিলাওয়াত শ্রবণে ও গবেষণা অধ্যায়নে ধন্য হয়েছে অসংখ্য অগণিত কাফের, মুশরিক, ঈমানহারা বিজ্ঞ জনেরাও। তাই কোরআনই একমাত্র কিতাব যাকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই ভালবাসে ও সম্মান করে। যার অবমাননায় শুধু মুসলানই নয় সমগ্র জাতি ব্যথিত হয়, কষ্ট অনুভব করে, তাদের অন্তর ভেঙ্গে চুর্মার হয়ে যায়।

তিনি আরো বলেন, পবিত্র কুরআনের অবমাননার পরিণাম দুনিয়া ও আখিরাতে খুবই খারাপ ও ভয়াবহ। আল্লাহ তায়ালা ইরশাদ করেন : তুমি যদি তাদের জিজ্ঞেস করো, তবে তারা অবশ্যই বলবে, আমরা তো হাসি-তামাশা ও ফুর্তি করছিলাম। বলো, তোমরা কি আল্লাহ, আল্লাহর আয়াত (কোরআন) ও তাঁর রাসুলকে নিয়ে ফুর্তি করছিলে? (সূরা তাওবা-৬৫), যারা আমার আয়াত (কোরআন) কে উপহাস (অবমাননা) ও ব্যর্থ করার চেষ্টা করে তারাই হবে জাহান্নামের অধিবাসী। (সূরা হজ্ব-৫১)। আল্লাহ তায়ালা আরও বলেন : যারা আল্লাহ ও তাঁর রাসুলকে কষ্ট দেয়, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তাদের ওপর অভিসম্পাত করেন এবং তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন এমন শাস্তি, যা (দুনিয়া ও আখিরাতে) লাঞ্ছিত করে ছাড়বে। (সূরা আহজাব-৫৭)। আল্লাহ তায়ালা আমাদের সকলকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পবিত্র মাস রবিউল আউয়ালসহ সমগ্র জীবনে কোরআন ও সুন্নাহের সম্মান রক্ষা করত: সঠিক জীবন যাপন করার তৌফিক দান করেন। আমীন।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!