কেরানীগঞ্জের জামিয়াতুল কুরআন ওয়াস সুন্নাহতে ভর্তি চলছে

জামিয়াতুল কুরআন ওয়াস সুন্নাহ। রাজধানীর কেরানীগঞ্জের অন্যতম দীনি শিক্ষা প্রতিষ্ঠান। আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. এর হাতেগড়া একঝাক তরুণ আলেমেদীনের পরিচালনায় মাদরাসাটি বেফাকে ঈর্ষনীয় ফলাফল অর্জন করে ইতোমধ্যেই সবার নজর কাড়তে সক্ষম হয়েছে। ঢাকার মোহাম্মদপুর এলাকার অতি নিকটবর্তী এলাকা, কেরানীগঞ্জের সুন্দর-মনোরম ও স্বাস্থ্যকর পরিবেশে মাদরাসাটি অবস্থিত। এটি অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা পরিচালিত। ৪৪ তম কেন্দ্রীয় বেফাক পরীক্ষায় বহু সংখ্যক মেধাস্থানসহ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

আজ (২০ মে) বৃহস্পতিবার ৭ শাওয়াল সকাল ৯ টা থেকে ১৪৪২-৪৩ হিজরী/২০২১-২২ ইংরেজি শিক্ষাবর্ষে নতুন ও পুরাতন ছাত্রদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আরিফ উল্লাহ আরিফী জানান, মাদরাসার সকল বিভাগে সীমিত সংখ্যক আসনে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।  করোনার কারণে দূরবর্তী ছাত্রদের জন্য অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার ব্যবস্থা রয়েছে। যারা ঘরে বসে ভর্তি হতে চান তারা অনলাইনে ভর্তি হতে পারবেন।

যে সকল বিভাগে ভর্তি নেওয়া হবে-
* কিতাব বিভাগ : ইবতেদায়ী থেকে মেশকাত জামাত পর্যন্ত।
* আন্তর্জাতিক মানের হিফজ বিভাগ।
* আন্তর্জাতিক মানের হিফজ রিভিশন (শোনানী) বিভাগ।
* মানসম্মত মক্তব বিভাগ।

যোগাযোগ করুন : ০১৯২৭-৮১৫৪৯৯, ০১৮২৩-২১৯৫১৫, ০১৭৭৩-৩৩৯৩৭১

যাতায়াত : বাংলাদেশের যেকোন স্থান থেকে ঢাকা মোহাম্মদপুর-ঘাটারচর হয়ে বটতলী বাজার। অথবা সাভার হেমায়েতপুর- কেরানীগঞ্জ হয়ে বটতলী বাজার।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!