কে আসছেন বেফাকের সিনিয়র সহ-সভাপতি পদে
তিনিই হবেন হাইআতুল উলইয়ার কো-চেয়ারম্যান
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি ও আল-হাইআতুল উলইয়া লিল-জামি আতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান পদটি ৬ মাস ২৩ দিন শূন্য রয়েছে। সাম্প্রতিক এ শূন্যপদ নিয়ে আলোচনা হচ্ছে। এই পদে কে হচ্ছেন; তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। কেননা নিয়মানুযায়ী যিনি হবেন বেফাকের সিনিয়র সহ-সভাপতি তিনিই হবেন হাইআতুল উলইয়ার কো-চেয়ারম্যান।
জানা গেছে, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে কো-চেয়ারম্যান হিসেবে এগিয়ে আছেন তিন বরেণ্য সিনিয়র আলেম। তারা হলেন, মৌলভীবাজার আল জামিয়াতুল ইসলাম দারুল উলুমের শায়খুল হাদিস মাওলানা আবদুল বারী ধর্মপুরী। তিনি বর্তমানে বেফাকের প্রথম সহ-সভাপতি। ফেনীর মাওলানা নুরুল ইসলাম আদিব ও চট্টগ্রামের বাবুনগর জামিয়ার মুহতামিম মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী।
বেফাকের পদত্যাগী মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুসকে কো-চেয়ারম্যান করার চেষ্টাও অব্যাহত রয়েছে। কো-চেয়ারম্যানের দৌড়ে হেফাজতের মহাসচিব মাওলানা নুরুল ইসলামের পাল্লাও ভারী। একাধিক বলয় থেকে তার নামও উচ্চারিত হচ্ছে। আছে মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদের নামও। কিছু অস্থিরতা ছাড়া এগিয়ে আছেন তিনিও।
এদিকে বেফাকের খাস কমিটির সদস্যরা বেফাকের সিনিয়র সহ-সভাপতির পদ বিষয়ে সম্যক অবগত রয়েছেন। বেফাকের নীতি-নির্ধারণী কমিটিতেও তাদের ভূমিকা থাকে। তাদের মাঝে এগিয়ে রয়েছেন বেফাকের সহসভাপতি মাওলানা নুরুল ইসলাম, মাওলানা সাজিদুর রহমান, মধুপুরের পীর মাওলানা আবদুল হামিদ ও মাওলানা মুসলেহ উদ্দিন আহমদ গহরপুরী। তাছাড়া আগেরবারের মতো বর্তমান মহাসচিব মাওলানা মাহফুজুল হককেও কো-চেয়ারম্যানের দায়িত্ব দেয়ার কথা শোনা যাচ্ছে। তবে কে হবেন বেফাকের সিনিয়র সহ-সভাপতি ও হাইয়াতুল উলইয়ার কো-চেয়ারম্যান, তা বেফাকের আমেলা মিটিং থেকেই জানা যাবে।
এদিকে শুধু হাইয়াতুল উলইয়ার কো-চেয়ারম্যান একাধিক করার দাবিও উঠছে। তারা বলছেন, বেফাক থেকে একজনকে কো-চেয়ারম্যান করা হোক। আর বাকি পাঁচবোর্ড থেকেও জৈষ্ঠতার ভিত্তিতে একজনকে করা হোক কো-চেয়ারম্যান। তবে এক্ষেত্রে গঠনতন্ত্র সংশোধনের প্রয়োজন পড়বে। জানা গেছে, কমিটির সকল সদস্য সম্মতি জ্ঞাপন করলে সংশোধন করা যেতে পারে হাইয়াতুল উলইয়ার গঠনতন্ত্র।
নিউজটি শেয়ার করুন