খতমে নবুওয়াত আন্দোলনের আমির মুফতি নূর হোসাইন নূরানী গ্রেফতার

মুন্সীগঞ্জে খতমে নবুওয়াত আন্দোলনের আমির মুফতি নূর হোসাইন নূরানীকে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (২২ এপ্রিল) বৃহস্পতিবার রাত ১১টার দিকে সদর উপজেলার মুন্সীরহাট এলাকায় তার প্রতিষ্ঠিত মাদরাসা-সংলগ্ন বাসভবন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গত ২৮ মার্চ মুন্সিগঞ্জের সিরাজদিখানে হেফাজতে ইসলামের তাণ্ডবের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে অন্য কোনো থানায় মামলা আছে কি না, তা-ও খোঁজখবর নেওয়া হচ্ছে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, সম্প্রতি জেলার সিরাজদিখান উপজেলায় হেফাজতে ইসলামের আন্দোলনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছিল। ভাঙচুর-অগ্নিসংযোগে নূর হোসাইন নূরানীর সম্পৃক্ততার অভিযোগে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি সদর থানা পুলিশের হেফাজতে আছে।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!