গওহরডাঙ্গা বেফাকের ফল প্রকাশ, পাসের হার ৯০.৪২

বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশের ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় গড় পাসের হার ৯০ দশমিক ৪২ শতাংশ। এছাড়া হিফজ ও কেরাত বিভাগের পাসের হার যথাক্রমে ৯২ দশমিক ৮৬ শতাংশ ও ৯৮ দশমিক ৭৩ শতাংশ।

আজ (৩ মে) সোমবার বেলা ১২টায় বেফাকের সদর দপ্তর টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ থেকে এ ফলাফল প্রকাশ করা হয়। ফলাফলে কারো অসন্তুষ্টি বা পুনরায় বিবেচনা করতে চাইলে ফল প্রকাশের পর থেকে ৩০ মে রবিবার পর্যন্ত পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করা যাবে। তবে যারা ৯৫ এর উপরে নাম্বার পেয়ে কৃতকার্য হয়েছে তারা আবেদন করতে পারবে না।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গার সভাপতি ও গওহরডাঙ্গা জামিয়ার মুহতামিম মুফতি রুহুল আমীন। তিনি বলেন, কওমি মাদরাসার শিক্ষার্থীরা নকলমুক্ত পরিবেশে পরীক্ষা দিয়ে ফলাফলে সফলতার নজির স্থাপন করেছেন। তারা জাতির আশা পূরণ করতে সক্ষম হবেন। যোগ্য আলেম হিসেবে সমাজে ইসলামের সঠিক কথা তুলে ধরবেন এবং সমাজে শান্তি প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা পালন করবেন বলে আমার একান্ত বিশ্বাস। ঈদের পরে যথাসময়ে মাদরাসার কার্যক্রম শুরু করার অনুমতি দানে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট বিভাগের প্রতি জোরালো আহ্বান জানান তিনি।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!