গহরডাঙ্গা বেফাকের ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষার সময়সূচি প্রকাশ
বেফাকুল মাদারিসিল কওমিয়া গহরডাঙ্গা বাংলাদেশের ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষার বালিক ও বালিকা মাদরাসার সময়সূচি প্রকাশ করেছে।
আজ (২ জানুয়ারি) মঙ্গলবার গহরডাঙ্গা বেফাকের পরীক্ষা নিয়ন্ত্রক মুফফি নুরুল ইসলাম স্বাক্ষরিত বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেজে এ সময়সূচি প্রকাশ করা হয়।
প্রকাশিত সময়সূচিতে দেখা যায়, ফেব্রুয়ারি ১২ তারিখ (সোমবার) থেকে শুরু হয়ে শুক্রবার ব্যতিত ৮দিন ব্যাপী পরীক্ষা চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা চলবে। তবে শেষদিন পরীক্ষা সকাল ৮টা থেকে শুরু হয়ে বেলা সাড়ে ১১টায় শেষ হবে।