গহরপুর জামিয়ার নতুন শায়খুল হাদীস মাওলানা আব্দুল হাই উমরপুরী

দেশের ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর সিলেটের শায়খুল হাদীস হিসেবে নিযুক্ত হয়েছেন আল্লামা নূর উদ্দিন আহমদ গহরপুরী রহ. এর শাগরিদ মাওলানা আব্দুল হাই উমরপুরী। গত রবিবার (২৩ আগস্ট) মাদরাসার মজলিসে ইলমীর সঙ্গে পরামর্শ করে বিষয়টির মনোনয়ন দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে জামিয়ার মুহতামিম মুসলেহ উদ্দিন আহমদ গহরপুরী জানান, মাওলানা আব্দুল হাই উমরপুরী জামিয়ার একজন সিনিয়র উস্তাদ। গত ৩৫ বছর যাবত জামিয়ায় দরস দিয়ে যাচ্ছেন। এর আগেও তিনি বুখারী শরীফের দরস দিতেন। তবে এখন শায়খুল হাদিস পদে আসীন হলেন। জামিয়ায় মোট পাঁচজন শিক্ষক বুখারী শরীফের দরস দেন।

প্রঙ্গসত, গত ২৩ জুলাই ২০২১ তারিখে জামিয়ার প্রবীণ শায়খুল হাদীস মাওলানা সাদ উদ্দিন ভাদেশ্বরীর ইন্তেকাল করলে শায়খুল হাদিস পদটি শূন্য হয়। এরপরই মাওলানা আব্দুল হাই উমরপুরী এ পদে মনোনীত হলেন।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!