গাজায় আবারো ইসরাইলি বিমান হামলা
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে বিমান হামলা করেছে ইসরাইলি সেনাবাহিনী। বেশকিছু এলাকা লক্ষ করে মঙ্গলবার সকালে এ হামলা চালানো হয়। এ হামলায় অন্তত দুইজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে।
রাতভর ইসরাইলের বিমান হামলায় উপত্যকাটির ৯ শিশুসহ ২৪ ফিলিস্তিনি নিহত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বিমান হামলা চালানো ইসরাইলি বাহিনী। ওই আক্রমণে আহত হয়েছেন অন্তত ১২২ জন ফিলিস্তিনি। ইসরাইল বলছে, হামাসের রকেট হামলার প্রতিবাদে তারা এ আক্রমণ চালাচ্ছে।
ফিলিস্তিনিদের সাথে কয়েকদিনব্যাপী সংঘর্ষের পর অধিকৃত জেরুসালেমের আল-আকসা মসজিদ কম্পাউন্ড থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহারে হামাসের পক্ষ থেকে দেয়া আল্টিমেটাম সময় পার হওয়ার পর রকেট হামলা চালায় হামাস।
ইসরাইলি পুলিশ সোমবার টানা তৃতীয় দিনের মতো ফিলিস্তিনিদের উপর আক্রমণ করে। তারা পবিত্র রমজান মাসের শেষ দিনগুলোতে মসজিদটিকে ইবাদত করতে যাওয়া মুসল্লিদের উপর রাবার প্রলেপের স্টিলের গোল বুলেট নিক্ষেপ করে, স্টান গ্রেনেড ও টিয়ার গ্যাস ছুঁড়ে।
গত ২৪ ঘণ্টায় জেরুসালেম ও অধিকৃত পশ্চিমতীর জুড়ে ৭০০ শতাধিক ফিলিস্তিন আহত হয়েছেন। এদিকে আগের হামলায় নিহতদের দাফন সম্পন্ন হয়েছে। ওই দাফন কাজে যোগ দিয়েছেন হাজারো ফিলিস্তিনি। ওই হামলায় হামাসের একজন কমান্ডারও নিহত হয়েছেন।
সূত্র : আলজাজিরা