জমিয়তের মাওলানা নাসির উদ্দিন মুনির গ্রেফতার
![](https://qawmipost.com/wp-content/uploads/2021/06/নাসির2.jpg)
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-একাংশের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির সাবেক যুগ্ম মহাসচিব ও হাটহাজারী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা নাসির উদ্দিন মুনিরকে গ্রেফতার করেছে পুলিশ। আজ (২১ জুন) সোমবার বেলা সাড়ে ৩টার দিকে হাটহাজারী উপজেলার ত্রিবেনী মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গত ২৬ মার্চ হাটহাজারীতে সহিংসতার ঘটনায় হওয়া একাধিক মামলার এজাহারভুক্ত আসামি মাওলানা নাসির উদ্দিন মুনির। তাকে এসব মামলায় গ্রেপ্তার দেখানো হবে।
প্রসঙ্গত, গত ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরকে কেন্দ্র করে চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতের নেতা-কর্মী ও মাদরাসা ছাত্ররা সহিংসতার ঘটনা ঘটায়। এতে পুলিশের গুলিতে চারজন নিহত হয়। হেফাজতের নেতা-কর্মীরা থানা ভবন, সহকারী কমিশনার (ভূমি) অফিস, ডাকবাংলোয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। তিন দিন ধরে হাটহাজারী-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে রাখা হয়। এ ঘটনায় হাটহাজারী থানায় সাড়ে ৪ হাজার জনকে আসামি করে ১০টি মামলা করে পুলিশ। এতে আল্লামা জুনায়েদ বাবুনগরীসহ ১৪৮ জনের নামে উল্লেখ করা হয়। ১০ মামলায় এ পর্যন্ত ৮১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।