জমিয়ত-একাংশের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বে মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া
নিজস্ব প্রতিনিধি : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-একাংশের ভারপ্রাপ্ত মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করবেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া। আজ (১৮ এপ্রিল) রবিবার দলের প্রচার সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি জানান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-একাংশের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী গ্রেফতার হওয়ায় দলের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দীন, সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী ও মাওলানা উবায়দুল্লাহ ফারুরে সাথে পরামর্শক্রমে মহাসচিবের দায়িত্ব পালনের জন্য সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার নাম ঘোষণা করেছেন।
এর আগে বুধবার (১৪ এপ্রিল) ধানমণ্ডি বাসা থেকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-একাংশের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) গোয়েন্দা বিভাগ (ডিবি)। ওইদিন সন্ধ্যায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গত চার দিনে হেফাজতের চার কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১১ এপ্রিল) মধ্যরাতে হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। চট্টগ্রামের হাটহাজারী থেকে র্যাব ও ডিবির যৌথ অভিযানে আজিজুল হককে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১৩ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে যাত্রাবাড়ী এলাকা থেকে হেফাজতের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক মুফতি শরিফ উল্লাহকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি দল রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকা থেকে শরিফ উল্লাহকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে হেফাজতের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মুফতি বশির উল্লাহকে গ্রেফতার করে পুলিশ।