জামায়াত মানুষের সামনে ইসলামকে ভুলভাবে উপস্থাপন করেছে

সিগনেচার ডেস্ক : বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন, জামায়াত ইসলামের পরিভাষাগুলোর বিকৃতি সাধন করেছে। তারা ইসলামকে মানুষের সামনে ভুলভাবে উপস্থাপন করেছে। তারা ইসলামের একটি মৌলিক পরিভাষা ‘ইকামাতে দ্বীন’ এর অর্থ করেছে ‘রাষ্ট্র প্রতিষ্ঠা করা’। অর্থাৎ, ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়। তাদের এই বিশ্বাস ইসলামের পবিত্র আদর্শের সাথে সাংঘর্ষিক। আজ পর্যন্ত কোনো নবী বা কোনো সাহাবী ‘ইকামাতে দ্বীন’ এর এই অর্থ করেন নাই। আজ (১০ সেপ্টেম্বর) শুক্রবার রাজধানীর ইকরা বাংলাদেশ ঝিল মসজিদ কমপ্লেক্সে জুমার বয়ানে তিনি এসব কথা বলেন।

আল্লামা মাসঊদ বলেন, আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম সমাজকে কাজের ক্ষেত্র বানিয়েছেন, চ্যালেঞ্জ! আজ পর্যন্ত কোনো নবী হুকুমাতকে কাজের ক্ষেত্র বানান নাই। তাঁরা কাজ করেছেন সমাজকে নিয়ে, সমাজের মানুষকে নিয়ে। কীভাবে সমাজের সকল মানুষ আল্লাহওয়ালা হয়ে যাবে, দিনরাত তাঁরা এ নিয়ে কাজ করেছেন।যারা হুকুমাতকে সব কিছুর মূল কেন্দ্রবিন্দু বানায়, তারা দুনিয়াদার। আর যারা সমাজকে আখিরাতমুখী করার জন্য কাজ করে, তারা দ্বীনদার। আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামের আক্বিদা-বিশ্বাস ছিল, স্টেট-রাষ্ট্র সমাজের অধীন। সমাজ স্টেটের অধীন না। আর ফিতনাবাদী মওদুদীবাদের আক্বিদা হলো, সমাজ স্টেটের অধীন।

তিনি বলেন, রাষ্ট্র প্রতিষ্ঠা করার নাম ইসলাম হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাফেরদের প্রস্তাব গ্রহণ করতেন, মক্কার কাফেরদের সর্দাররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে টাকা-পয়সা, নারী ও ক্ষমতার লোভ দেখিয়ে ঈমানের দাওয়াতকে বন্ধ করতে চেয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চাইলেই ক্ষমতা নিয়ে নিতে পারতেন। কিন্তু কোনোটাই গ্রহণ করেননি। বরং তিনি বলেছিলেন, আমার কিছুই চাই না। শুধু তোমরা বলো ‘লা ইলাহা ইল্লাল্লাহ’। এখন পর্যন্ত ইসলামের ইতিহাসে সবচেয়ে আদর্শ ইসলামী রাষ্ট্র হল মদিনা। কিন্তু মদিনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিহাদ করতে হয় নাই।

তিনি আরো বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের আদর্শ, জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল ও কামিয়াব হতে যা যা প্রয়োজন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার ২৩ বছরের জীবনে সব কিছুর নমুনা রেখে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন পৃথিবীর প্রতিটি ব্যক্তির জন্য আদর্শ ব্যক্তি। জিহাদ নিয়ে অনেকেই ভুল আক্বিদা পোষণ করে থাকেন। তারা কিছু না হতেই বাইতুল মোকাররামের গেইটে জিহাদের ডাক দিয়ে থাকেন। কোরআন-হাদীস ঘেটে দেখা যায়, যখন মুসলমানরা নির্যাতিত-নিপীড়িত ছিল, মুসলমানদেরকে ধর্মীয় বিধি-বিধান পালনে বাঁধা দেয়া হচ্ছিলো, তখন আল্লাহ তাআলা জিহাদের অনুমতি দিয়েছেন।

আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, আমেরিকা কেন আফগানিস্তানে টিকতে পারল না, এতো সৈন্য-সামন্ত নিয়েও আমেরিকা আফগানিস্তানে টিকতে পারে নাই, কারণ তারা আফগান সমাজ ও সমাজ ব্যবস্থাকে বুঝতে পারে নাই। আর আফগানিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী মাত্র দুইটা দেশ সফর করেছেন, তিনি যতটা আফগান সমাজ সম্পর্কে জ্ঞান রাখেন, বাইরের আর কেউ ততোটা জ্ঞান রাখে না।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!