জামিআতুল বালাগ আল ইসলামিয়া ঢাকার ভর্তি শুরু

জামিআতুল বালাগ আল ইসলামিয়া ঢাকায় নতুন বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এ মাদরাসায় ‘মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া ঢাকা’র ইফতা বিভাগের শিক্ষা কারিকুলামের অনুসরণে বছরে তিনটি সেমিস্টার পদ্ধতিতে পাঠদান করানো হয় ও তালীমী বিষয়ে মারকাযের উস্তাদগণের নির্দেশনা নেওয়া হয়।বর্তমান করোনা পরিস্থিতির কারণে যথাযথ স্বাস্থবিধি মেনে মাদরাসার ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ভর্তি ইচ্ছুক তালিবে ইলমকে যথাসময়ে মাদরাসায় উপস্থিত হয়ে ভর্তি সম্পন্ন করার জন্য বিশেষভাবে আহবান করা যাচ্ছে।

মাদরাসার বিভাগসমূহ : আত তাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা (মেয়াদকাল: ২ বছর)। ইফতা বিভাগে ভর্তি পরীক্ষার বিষয় : লিখিত পরীক্ষা: হিদায়া ৩য় খন্ড ও নূরুল আনওয়ার (কিতাবুল্লাহ)। প্রবন্ধ : বাংলা ও আরবী। মৌখিক পরীক্ষা : হিদায়া ৩য় খন্ড (ফাতহুল কাদীরসহ) ও প্রাসঙ্গিক যে কোন বিষয়।

মাদানী নেসাব : (১ম,২য় ও ৩য় বর্ষ) মাও. আবু তাহের মিসবাহ এর প্রণিত মাদানী নেসাব অনুযায়ী পাঠদান। নূরানী বিভাগ : (ইশাআ‘তুল কুরআন একাডেমী) জেনারেল (বাংলা, অংক, ইংরেজী শিশু – ৫ম শ্রেণী) ও কুরআন শিক্ষার সমন্নয়ে গঠিত।

হিফয বিভাগ : কওমী মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে হাফেজ ছাত্রদের পরীক্ষার সুব্যবস্থা। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণের সুব্যবস্থা। নাযেরা বিভাগ : (শিক্ষাকাল : ১ বছর) কোমলমতি শিশুদের প্রহার ও মানসিক চাপের পরিবর্তে আদর সোহাগের মাধ্যমে শিক্ষাদান।

যোগাযোগ : মাওলানা খায়রুল ইসলাম কাসেমী, (মুহতামিম অত্র মাদরাসা)। ইফতা : (৪ বছর) মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া ঢাকা, ০১৮১৭৫১০১৮০ মাওলানা নূরুদ্দীন, (আমীনুত তালীম অত্র মাদরাসা) ০১৭৩৫৮৪৮০৩২, অফিস: ০১৮৩৪৫২৪২৮৫।

যাতায়াত : মধ্যবাড্ডা লিংকরোড থেকে পূর্বদিকের গলিতে, মাকতাবাতুল আযহার যাওয়ার পথে মেডিলিংক হাসপাতালের পিছনে শ-৫৮, আদর্শনগর, মধ্যবাড্ডা, ঢাকা-১২১২।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!