জামিয়া লালবাগের পরিচালনা কমিটি মনোনীত
মজলিসে এদারায় তিন সদস্যদের মনোনীত

রাজধানীর জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগের মজলিসের শুরার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জামিয়ার পরিচালনা কমিটি মনোনীত করা হয়েছে। গত বুধবার (১১আগস্ট) জামিয়ার শুরার বৈঠকে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মাঝে অন্যতম হলো জামিয়ার পরিচালনা কমিটি মনোনায়ন।
জানা গেছে, বৈঠক শেষে মাওলানা আব্দুল হাইকে জামিয়ার সদরুল মুদাররিসিন হিসেবে মনোনীত করা হয়েছে। আর পরিচালনা কমিটির সদর ও সদরে মুহতামিম হিসেবে মাওলানা হাবিবুর রহমান হাজী সাহেব হুজুরকে মনোনায়ন করা হয়েছে। এছাড়া মুফতি ফজলুল হক আমিনী রহ. এর খলিফা মাওলানা মুহিব্বুল্লাহকে জামিয়ার মুহতামিম হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে মজলিসে এদারার সদস্যদের মনোনীত করা হয়। তাদের মধ্যে রয়েছেন লালবাগ জামেয়ার প্রধান মুফতি হিসেবে মাওলানা ইয়াহইয়া, জামিয়ার মুহাদ্দিস মুফতি ফয়জুল্লাহ ও মুফতি ফজলুল হক আমিনী রহ. এর সন্তান মাওলানা আবুল হাসানাত আমিনী।
এরআগে বৃহস্পতিবার (১৪ জুন) সকালে হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির সহকারী মহাসচিব ও জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগের শুরা সদস্য এবং মুহাদ্দিস মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, হেফাজতের ঢাকা মহানগর ও লালবাগ জামিয়ার শুরা সদস্য এবং মুহাদ্দিস সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমদ এবং শিক্ষক মুফতি সাইফুল্লাহ হাবিবীকে জামিয়ার সকল দায়িত্ব থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। জামিয়ার সদরুল মুদাররিস মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে শুরা সদস্যদের সভায় এই সিদ্ধান্ত হয়। এ সময় মজলিসে শূরার সকল সদস্য উপস্থিত ছিলেন। মুফতি সাখাওয়াত হোসাইন রাজী ও মাওলানা জুবায়ের আহমদ লালবাগ জামিয়ার প্রয়াত মুহতামিম ও শায়খুল হাদিস মুফতি ফজলুল হক আমিনী রহ.-এর জামাতা।
এর আগে গত ৩ মে হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্য বিলুপ্ত কমিটির সহকারী মহাসচিব ও জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগের শুরা সদস্য এবং মুহাদ্দিস মাওলানা জসিম উদ্দীনকে জামিয়ার সকল দায়িত্ব থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। মাওলানা জসিম উদ্দীন লালবাগ জামিয়ার প্রয়াত মুহতামিম ও শায়খুল হাদিস মুফতি ফজলুল হক আমিনী রহ.-এর জামাতা।
উল্লেখ্য, বুধবার (১৪ এপ্রিল) হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমদকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এর আগে বুধবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) গোয়েন্দা বিভাগ (ডিবি)।