জীবনের নিরাপত্তা চেয়ে জিডি আল্লামা শফির শ্যালক মঈন উদ্দিনের

হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির এবং আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মঈনুল ইসলাম হাটহাজারীর দীর্ঘদিনের শায়খুল হাদিস ও মুহতামিম আল্লামা শাহ আহমদ শফী রহ.-এর মৃত্যুর ঘটনায় ‘পরিকল্পিত হত্যার’ অভিযোগ এনে করা মামলার বাদি মো. মইন উদ্দিন নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন।

আজ (২ মে) রবিবার নগরীর পাঁচলাইশ থানায় জিডি করার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ওসি আবুল কাশেম ভূঁইয়া। এর আগে প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করে গত বছর ২৬ ডিসেম্বর চট্টগ্রামে সংবাদ সম্মেলন করেন আল্লামা শাহ আহমদ শফী রহ.-এর শ্যালক  মঈন উদ্দিন।

শফীর শ্যালক মইন উদ্দিন বলেন, নিরাপত্তা চেয়ে আমি জিডি করেছি। মোহাম্মদপুরের যে এলাকায় আমি থাকি, তার পাশেই আমার ব্যবসা প্রতিষ্ঠান। সেখানে ইদানিং কিছু নতুন মুখ দেখছি। এছাড়া মামলা করার পর থেকেই ফেসবুকে নানা রকম লেখালেখি ও হুমকি দেয়া হচ্ছে। বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমার মনে হয়েছে সতর্ক হওয়া দরকার। জীবনের নিরাপত্তা নিয়ে আমি শঙ্কিত। তাই জিডি করেছি। পুলিশ বলেছে সার্বিক সহযোগিতা করবে।

ওসি বলেন, জিডি’র বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। হত্যা’ মামলাটির তদন্ত শেষে ১২ এপ্রিল পিবিআই এর আদালতে জমা দেওয়া প্রতিবেদনে শফীর মৃত্যুর জন্য হেফাজতের বর্তমান আমির জুনাইদ বাবুনগরী ও সদ্য বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীসহ ৪৩ জনকে দায়ী করা হয়। প্রতিবেদনে এই মৃত্যুকে ‘দণ্ডার্হ নরহত্যাজনিত অপরাধ’ বলে উল্লেখ করা হয়।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!