ট্রেনে কাটা পড়ে মালিবাগ জামিয়ার প্রবীণ শিক্ষকের ইন্তেকাল

রাজধানীর জামিয়া শারইয়্যাহ মালিবাগের প্রবীণ জেনারেল শিক্ষক ও কোষাধ্যক্ষ এলাহী বখশ আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য ছাত্র ও শুভাকাঙ্ক্ষী রেখে যান। আজ বাদ আসর জামিয়ার প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে। আজ (৯ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে ফজর নামায পড়ে মালিবাগের পাশে রেললাইন ধরে হাটছিলেন তিনি। এসময় তসবীহ পাঠ করছিলেন তিনি। এমন সময় হঠাৎ পেছন থেকে ট্রেন চলে আসে, কিন্তু তিনি টের না পাওয়ায় ট্রেনের নিচে কাঁটা পড়েন।

কোষাধ্যক্ষ এলাহী বখশ আব্দুল্লাহ মালিবাগ জামিয়ায় দীর্ঘ ২৩ বছরেরও বেশি সময় ধরে জেনারেল সাব্জেক্টে পাঠদান দিয়ে আসছিলেন। পাশাপাশি প্রধান কোষাধ্যক্ষের দায়িত্বও পালন করছিলেন। জেনারেল শিক্ষিত হলেও উলামায়ে কেরামের অনুগত দাওয়াত ও তাবলীগের একজন একনিষ্ঠ মুবাল্লিগ ছিলেন তিনি। সবসময় সুন্নতি লেবাসেই নিজেকে পরিপাটি করে রাখতেন। মালিবাগ জামিয়ার দাওয়াত ও তাবলীগের সকল গুরুদায়িত্ব খুশি মনে পালন করতেন। তার মৃত্যুতে মালিবাগ মাদরাসা এবং মালিবাগ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!