ড. আহমদ আবদুল কাদেরকে কারাগারে প্রেরণের প্রতিবাদ খেলাফত মজলিসের
খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরকে আজ শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে ৫ দিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরণের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ড. আহমদ আবদুল কাদেরসহ গ্রেফতারকৃত সকল আলেম-উলামাকে নি:শর্ত মুক্তির দাবী জানিয়েছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক।
আজ (৩০ এপ্রিল) শুক্রবার দুপুরে প্রদত্ত এক বিবৃতিতে দলের সহ- প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রদত্ত এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান। শনিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরকে রাজধানীর আগারগাও থেকে ডিবি পরিচয়ে ৭/৮ জন আটক করে নিয়ে যায়।
মাওলানা ইসহাক বলেছেন, অধ্যাপক ড. আহমদ আবদুল কাদের একজন বর্ষিয়ান ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ। জ্বালাও-পোড়াও ও তা-বের রাজনীতির সাথে তাঁর দূরতম সম্পর্কও নেই। খেলাফত মজলিস নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। কিন্তু সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তি হয়ে সরকার ড. কাদেরকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে। রমজান মাসে একজন সম্মানিত ব্যক্তিকে অন্যায়ভাবে কষ্ট দিচ্ছে। আমরা অবিলম্বে ড. আহমদ আবদুল কাদেরের নি:শর্ত মুক্তি দাবি করছি।অবিলম্বে আলেম-উলামা ও ইসলামী ব্যক্তিত্বকে গ্রেফতার ও হয়রানি বন্ধের দাবি জানান। গ্রেফতারকৃত সকল নিরপরাধ আলেম-উলামাকে নি:শর্ত মুক্তি দাবি করেন।