তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়ার ফল প্রকাশ, পাসের হার ৮৬.২৩

তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশের ২৭তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর কিতাব বিভাগের বিভিন্ন জামাতে প্রায় ১৬ হাজার ছাত্র কেন্দ্রীয় পরীক্ষায় অংশ গ্রহন করে। পাসের হার ৮৬.২৩।  আজ (৮ মে) শনিবার আছর বাের্ডের কেন্দ্রীয় কার্যালয়, জামিয়া ইসলামিয়া কাছেমুল উলুম (জামিল মাদ্রাসা) বগুড়ার তানযীম ভবনে এ ফলাফল প্রকাশিত হয়। এ সময় উপস্থিত ছিলেন তানযীমের সদর মুফতী আরশাদ রহমানী, নাযিমে ইমতিহান মাওলানা আব্দুল হক হক্কানী প্রমুখ।

মেধা তালিকায় স্থান প্রাপ্ত ছাত্রদের আংশিক তালিকা (১ম, ২য় ও ৩য়) নিম্মে উল্লেখ করা হল। মিশকাত জামায়াত : ১ম, প্রাপ্ত নম্বর ৫৯০, মােস্তাকিম বিল্লাহ, জামিয়াতুল আবরার রিভারভিউ, ঢাকা। ২য়, প্রাপ্ত নম্বর ৫৮৭, ইমরান, জামিয়াতুল আবরার রিভারভিউ, ঢাকা। ৩য়, প্রাপ্ত নম্বর ৫৮৪, নাজমুল ইসলাম, দারুল উলুম টেক্সটাইল, নীলফামারী। (পাশের হার ৮২.১৮%)।

চাহারম জামায়াত : ১ম, মারুফ বিল্লাহ, প্রাপ্ত নম্বর ৫৯০, কাছেমুল উলুম (জামিল মাদরাসা) বগুড়া। ২য়, ইকবাল হুসাইন, প্রাপ্ত নম্বর ৫৮৭, জামিয়াতুল আবরার, ঢাকা। ৩য়, মােঃ আঃ আযীয, প্রাপ্ত নম্বর ৫৮৬, কাছেমুল উলুম (জামিল মাদরাসা) বগুড়া। (পাশের হার ৮৫.০৯%)

শশম জামায়াত : ১ম, প্রাপ্ত নম্বর ৫৯৬ (ক) রিযওয়ানুল্লাহ, কাছেমুল উলুম (জামিল মাদরাসা) বগুড়া। (খ) রঈসুল ইসলাম, নূরুল উলুম জুম্মাপাড়া মাদরাসা, রংপুর। ২য়, প্রাপ্ত নম্বর ৫৯৫ (ক) মােঃ আতাউল গণি উসমানী, শামসুল উলুম (কারবালা মাদরাসা) বগুড়া। (খ) মুস্তাকিম বিল্লাহ, দারুল উলুম হুলসুগঞ্জ মাদরাসা। ৩য়, প্রাপ্ত নম্বর ৫৯৪ম রুহুল আমিন মাদরাসাতুল উলুমিল ইসলামিয়া রৌহা। (পাশের হার ৮৭.৯৫%)।

হাশতম জামায়াত : ১ম, প্রাপ্ত নম্বর ৫৯৯, (ক) হাফিজুর রহমান, জামি’আ হুসাইনিয়া খুকনী। (খ) সাব্বীর আহমাদ, জামি’আ হুসাইনিয়া খুকনী। (গ) আবু বকর, জামি’আ হুসাইনিয়া খুকনী। ২য়. প্রাপ্ত নম্বর ৫৯৮, (ক) মাহফুজুর রহমান, কাছেমুল উলুম (জামিল মাদরাসা) বগুড়া। (খ) গিয়াস উদ্দিন, জামি’আ হুসাইনিয়া খুকনী। (গ) কাউসার আহমাদ, জামি’আ হুসাইনিয়া খুকনী। (ঘ) শাহাদত হােসাইন, মদিনাতুল উলুম চকসুত্রাপুর মাদরাসা, বগুড়া। ৩য়, প্রাপ্ত নম্বর ৫৯৭, (ক) হযরত আলী, জামি’আ হুসাইনিয়া খুকনী। (খ) আরাফাতুল ইসলাম, নূরুল উলুম জুম্মাপাড়া মাদরাসা, রংপুর। (গ) খুরশিদ আলম, নূরুল উলুম জুম্মাপাড়া মাদরাসা, রংপুর। (ঘ) মুজতাহিদ, নূরুল উলুম জুম্মাপাড়া মাদরাসা, রংপুর। (পাশের হার ৭৯.৫১%)

দহম জামায়াত : ১ম, প্রাপ্ত নম্বর ৬০০, (ক) হুসাইন আহমদ, শাহ কামালিয়া মাদরাসা, বগুড়া। (খ) ইমরান হুসাইন, জামি’আ হুসাইনিয়া খুকনী। (গ) মনিরুজ্জামান, নূরুল উলুম জুম্মাপাড়া মাদরাসা, রংপুর। ২য়, প্রাপ্ত নম্বর ৫৯৯, (ক) মুস্তাকিম ইসলাম, নিউটাউন মাদরাসা, দিনাজপুর। (খ) জাকিরুল ইসলাম, দারুল উলুম হুলসুগঞ্জ মাদরাসা, রংপুর। (গ) মুহিব্দুল্লাহ, দারুল উলুম হুলসুগঞ্জ মাদরাসা, রংপুর। ৩য়, প্রাপ্ত নম্বর ৫৯৮, (ক) মাসুম বিল্লাহ, মােলামগাড়ী মাদরাসা, শিবগঞ্জ, বগুড়া। (খ) জিয়াউল হক, জামি’আ হুসাইনিয়া খুকনী। (গ) জুবায়ের আহমদ, জামি’আ হুসাইনিয়া খুকনী। (ঘ) মাহদি হাসান, মাদরাসাতুল উলুমিল ইসলামিয়া রৌহা। (ঙ) শাহরিয়ার সায়েম, রওজাতুস সুন্নাহ মাদরাসা, লালপুর, নাটোর। (চ) কাওছার আহমদ, সরদার আ: হামিদ কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান, নাটোর। (ছ) ইয়াহইয়া, দারুল উলুম দপ্তরীপাড়া মাদরাসা, নওগাঁ। (জ) মুজাহিদ, নূরুল উলুম জুম্মাপাড়া মাদরাসা, রংপুর। (ঝ) কামরুজ্জামান, মদিনাতুল উলুম চকসুত্রাপুর মাদরাসা, বগুড়া। (পাশের হার ৯১.১৩%)।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!