দাওরায়ে হাদিসের মেধা তালিকার শীর্ষ ১০ ছাত্রী

আল-হাইআতুল উলইয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের ১৪৪২ হিজরি/২০২১ খ্রিস্টাব্দের কেন্দ্রী


য় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষার গড় পাসের হার ৭৩.২৫। ছাত্রদের পাশের হার ৭৯.৪২ আর ছাত্রীদের পাশের হার ৬৩.৬৩। এবারে পরীক্ষায় ছাত্রীদের মেধা যারা তালিকার শীর্ষে রয়েছেন তাদের নামের তালিকা প্রকাশ করা হলো।


১ম : রোল নং : ২২৪৩৬, মাসুমা মিফতাহুল জান্নাত (মহিলা মাদরাসা), ৫৩ গলগন্ডা, মোমেনশাহী। প্রাপ্ত নাম্বার-৯০৩।


২য় : রোল নং : ২৫৯৫৩, রেজাউল করিম নাঈম, জামিয়া ইসলামিয়া দারুল উলূম মহিলা মাদরাসা, উত্তর গোলাপবাগ, যাত্রাবাড়ী, ঢাকা। প্রাপ্ত নাম্বার-৮৯৩।


৩য় : রোল নং : ২০৬৩৬ , মাইমুনা বিনতে রহীম উদ্দীন, হযরত আয়েশা রা. মহিলা মাদরাসা, লালখান বাজার, খুলশী, চট্টগ্রাম। প্রাপ্ত নাম্বার-৮৯১।


৪র্থ : রোল নং : ২৫৯৬৭, কানিজ ফাতেমা এশা, জামিয়া ইসলামিয়া দারুল উলূম মহিলা মাদরাসা, উত্তর গোলাপবাগ, যাত্রাবাড়ী, ঢাকা। প্রাপ্ত নাম্বার-৮৮৭।


৫ম : রোল নং : ১৯৬৯০, সাদিয়া আখতার শারমিন, হযরত আয়েশা ছিদ্দিক্বা রা. মহিলা মাদরাসা কমপ্লেক্স, কুমিল্লা। প্রাপ্ত নাম্বার-৮৭৮।


৬ষ্ঠ : রোল নং : ১৯৬৬০, তাযকিয়া নুছরা, হযরত আয়েশা ছিদ্দিক্বা রা. মহিলা মাদরাসা কমপ্লেক্স, কুমিল্লা। প্রাপ্ত নাম্বার-৮৭৩।


৭ম : (ক) রোল নং : ২২৪৪০, হবুবা যুলফা, মিফতাহুল জান্নাত (মহিলা মাদরাসা), গলগন্ডা, মোমেনশাহী প্রাপ্ত নাম্বার-৮৭০।


৮ম : (ক) রোল নং : ২৮১১৫, মোসা: সুমাইয়া আক্তার, আল মাদরাসাতুল ইসলামিয়া তালীমুল উম্মাহ, ফায়দাবাদ, দক্ষিণখান, ঢাকা। প্রাপ্ত নাম্বার- ৮৬৮।


৯ম : (ক) রোল নং : ২৭৯৪৭, মোসা: উম্মে হানি, জামি’আ মিল্লিয়া মাদানিয়া আরাবিয়া (মিরপুর আজমা মহিলা মাদরাসা), পল্লবী, মিরপুর, ঢাকা। প্রাপ্ত নাম্বার-৮৬৬।


১0ম : (ক) রোল নং : ২৭৭৪৯, মানসুরা আক্তার বুশরা, মাদরাসা ফাতেমাতুয যাহরা রা. সাত মসজিদ হাউজিং লিঃ, মোহাম্মদপুর, ঢাকা। প্রাপ্ত নাম্বার-৮৬৩।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!