দুই মামলায় মাওলানা ইসলামাবাদীর জামিন নামঞ্জুর

রাজধানীর পল্টন থানার নাশকতার পৃথক দুই মামলায় হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৭ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভুইয়া শুনানি শেষে এ আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করে আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) পুলিশের উপ-পরিদর্শক মোতালেব হোসেন বলেন, পল্টন থানার নাশকতার পৃথক দুই মামলায় জামিন আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে আদেশ দেন।
গত ১১ মে রিমান্ড শেষে মাওলানা আজিজুল হক ইসলামাবাদীকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। তার আগে ১২ এপ্রিল ২০১৩ সালের পল্টন থানায় করা মামলায় সাত দিনের ও ১৮ এপ্রিল আরও সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।গত ১১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের হাটহাজারী থেকে র্যাবের সঙ্গে যৌথ অভিযানে আজিজুল হককে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করেন হেফাজতের নেতাকর্মীরা। অবরোধ কর্মসূচির নামে তারা লাঠিসোটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় পল্টন ও মতিঝিল থানায় হেফাজত নেতাদের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়।